পিয়া গেয়েছেন রবীন্দ্রসংগীত ‘আমি কান পেতে রই’।
Published : 01 Apr 2024, 09:16 AM
গিটারে সুর তুললেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, আর সেই সুরে রবি ঠাকুরের গান গাইলেন তার স্ত্রী পিয়া চক্রবর্তী।
সোশাল মিডিয়ায় আসা এমন একটি ভিডিও পোস্ট করে পরমব্রত লিখেছেন, “ঠিক এমনই আমাদের শনিবার রাতের জ্যাম সেশন।”
পিয়া গেয়েছেন রবীন্দ্রসংগীত ‘আমি কান পেতে রই’।
গত বছরের নভেম্বর মাসে রেজিস্ট্রি করে বিয়ে সারেন পরমব্রত ও পিয়া। সে সময় সোশাল মিডিয়ায় দারুণ আলোচনায় আসে তাদের বিয়ের খবর। কারণ পিয়া ছিলেন কলকাতার সংগীত শিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী। তাই তাদের বিয়ের খবরে অনুপমের নাম আসে বারবার।
পরমব্রত-পিয়ার বিয়ের তিন মাস পর চলতি বছরের ফেব্রুয়ারিতে সংগীত শিল্পী প্রস্মিতা পালকে বিয়ে করেন অনুপম।