আনিস স্যারের কথা
“আমার নাম মো. আনিসুর রহমান, ড. আনিসুর রহমান নয়। ডক্টরেট একটি ডিগ্রি। এটা আমার নামের আগে বসাবেন না। এখানে যারা দর্শকসারিতে আছেন, উপযুক্ত সুযোগসুবিধা পেলে এবং চেষ্টা করলে প্রত্যেকেই তা অর্জন করতে পারেন। এটা বাড়তি কিছু নয়। ড. নামের অংশও নয়।”