সিনেমার অন্য সংগীত পরিচালক কাজ করলেও রবীন্দ্রনাথের গানটির পরিচালনা রূপম নিজেই করেছেন।
Published : 12 Jan 2025, 11:55 PM
সিনেমায় রবীন্দ্রসংগীত গেয়েছেন কলকাতার সংগীতশিল্পী রূপম ইসলাম।
আনন্দবাজার লিখেছে, পরিচালক পারমিতা মুন্সির ‘হেমা মালিনী’ সিনেমায় ভারতের পশ্চিমবঙ্গের বাংলা রক ব্যান্ড ‘ফসিলস’র এই শিল্পী রবি ঠাকুরের গান গেয়েছেন।
সিনেমার অন্য সংগীত পরিচালক কাজ করলেও রবীন্দ্রনাথের গানটির পরিচালনা রূপম নিজেই করেছেন।
রূপম এর আগেও চলচ্চিত্রে রবীন্দ্রসংগীত করেছেন; তবে ওই সিনেমা মুক্তি না পাওয়ায়, সে হিসেবে সেলুলয়েডে এই শিল্পীর গাওয়া রবি ঠাকুরের গান এই প্রথম আসতে চলেছে।
রূপম বলেন, “এর আগে সঙ্গীত পরিচালক নীল দত্ত এবং দেবজ্যোতি মিশ্রের জন্যও রবীন্দ্রসঙ্গীত গেয়েছি। সেগুলো ধারাবাহিকে এবং বিশেষ সঙ্গীত প্রকল্পে ব্যবহৃত হয়েছে। সেই দিক থেকে পারমিতার সিনেমায় আমার প্রথম রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠদান। গেয়ে খুব তৃপ্তি পেয়েছি।’’
এর আগে রূপমের সঙ্গীত নির্দেশনায় ‘বেডরুম’ সিনেমার জন্য সোমলতা আচার্য্যের গাওয়া ‘মায়াবন বিহারিণী’ রবীন্দ্রসঙ্গীতটি জনপ্রিয় হয়েছিল।
‘ষড়রিপু ২– জতুগৃহ’ সিনেমাতেও সাহানা বাজপেয়ী রূপমের পরিচালনায় রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন।
পারমিতা বলেন, “রূপম ছোটবেলার বন্ধু। আমির তার ‘ফসিলস’র একনিষ্ঠ ভক্ত। তাছাড়া, রূপমের পরিবারে নজরুলগীতি, রবীন্দ্রনাথের গানের চর্চা আছে। তাই তাকেই বেছেছি।’’
কোন গানটি রূপম গেয়েছেন তা প্রকাশ না করে পারমিতা বলেছেন, গায়ক নিজেই গানটি বেছে দিয়েছেন।
সিনেমায় চিরঞ্জিৎ চক্রবর্তী মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রূপমের গান বাজবে নেপথ্য সংগীত হিসেবে।