“ইদানীং মঞ্চটা বেশি কাছের হয়ে উঠছে, আসলে সরাসরি মানুষের রিঅ্যাকশন বোঝা যায় সেখানে।”
Published : 09 Feb 2025, 07:07 PM
কখনও মঞ্চ, কখনও স্টুডিও আবার কখনও ক্লাসরুম-তিন জায়গাতেই ভারতের পশ্চিমবঙ্গের গায়িকা সোমলতা আচার্য চৌধুরীর অবাধ যাতায়াত। তবে তিনটির মধ্যে মঞ্চের পরিবেশনা বেশি উপভোগ করেন বলে জানিয়েছেন এই শিল্পী।
কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়ের’ সঙ্গে আলাপচারিতায় সোমলতা আরো বলেছেন তিনি সেই ধরনের গানই করেন, যা গাইতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
সংগীতের দুনিয়ায় ১৫ বছর কাটিয়ে দিয়েছেন সোমলতা। গান বাছাইয়ে গায়িকা কতটা খুঁতখুঁতে জানতে চাইলে সোমলতা বলেন, “সেই গানগুলো গাইতে রাজি হই, যেগুলোতে আমি নিজের একশো শতাংশ দিতে পারব।
“তথার (তথাগত মুখোপাধ্যায়) প্রথম সিনেমা ‘ভটভটি’তে আমায় একটা গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমি সেটা গাইনি. কারণ আমার মনে হয়েছে ওই গানটার সঙ্গে আমি জাস্টিস করতে পারব না।”
সোমলতা শৈশবে গান শেখা শুরু করেছিলেন গানের মাসি-পিসিদের কাছে, সেটাও স্কুলেও যাওয়ার আগে। তারপর গুরু পণ্ডিত বিরেশ রায়ের কাছে আট বছর বয়সে উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীত শেখা শুরু হয়েছিল। তবে সোমলতার পরিচিতি এসেছিল রবীন্দ্রসংগীতের শিল্পী হিসেবে।
মনোবিজ্ঞানে স্নাতক পড়ার সময় থেকে গানকে পেশা হিসেবে নেন। ব্যাক ভোকাল, কোরাস ও জিঙ্গেল দিয়ে শুরু হয়।
পরে চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন ২০০৯ সালে। অঞ্জন দত্তের ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমায় গান করে সোমলতা ঢাকা-কলকাতা দুই বাংলার দর্শকদের কাছে দারুণ পরিচিতি পান।
গড়ে তোলেন ‘সোমলতা অ্যান্ড দ্য এসেস’ নামের ব্যান্ডও।
গানের প্ল্যাটফর্ম নিয়ে সোমলতার ভাষ্য, “ইদানীং মঞ্চটা বেশি কাছের হয়ে উঠছে। আসলে সরাসরি মানুষের রিঅ্যাকশন বোঝা যায়। আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ। অনেক কিছু দেখাতে হয়। আর এ বিষয়ে আমি ভীষণ কাঁচা। তাই মঞ্চে মানুষের সরাসরি রিঅ্যাকশন পাওয়াটা পছন্দের হয়ে উঠছে দিনের পর দিন।”
শ্রোতাদের ভিড় থেকে উঠে আসা হিন্দি গানের অনুরোধে বর্তমানে শিল্পীরা প্রতিবাদী হয়ে উঠছেন। এ নিয়ে সোমলতা বলেন, “আমার সঙ্গেও এই ঘটনা বহুবার হয়েছে। হয়ত সেই মুহূর্তটা ধরে রাখা হয়নি তাই কেউ জানতে পারেননি। আমি এমন গান গাই না যাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না।”
ক্যারিয়ারের ১৫ বছর পূর্তিতে বিশেষ কিছু করার পরিকল্পনা রেখেছেন সোমলতা।
তিনি বলেন, “এমনিতে তো প্রচুর অনুষ্ঠান এমনি করি। ইচ্ছে আছে একটু অন্যভাবে একটা অনুষ্ঠান করব এবারে।”
সোমলতার পৈতৃক বাড়ি ছিল বাংলাদেশের ময়মনসিংহের মুক্তাগাছায়। গানের শো করতে বেশ কয়েকবার ঢাকায় এসেছেন এই শিল্পী।
এছাড়া বাংলাদেশের ‘ঊনপঞ্চাশ বাতাস’, ‘ঢাকা অ্যাটাক’, ‘পায়ের ছাপ’, ‘কাগজ’ সিনেমায় সোমলতাকে প্লেব্যাক শিল্পী হিসেবে পাওয়া গেছে।