“একমাত্র কান উৎসবের কারণেই সম্ভব হয়েছে ডিক্যাপ্রিওকে সামনাসামনি দেখা এবং কথা বলা,” বলেন সারা।
Published : 30 May 2023, 10:49 AM
‘টাইটানিক’ নায়ক ডিক্যাপ্রিওর সঙ্গে দেখা হওয়ার অভিজ্ঞতার কথা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন সাইফ কন্যা সারা।
তিনি বলেন, “একমাত্র কান উৎসবের কারণেই সম্ভব হয়েছে তাকে সামনাসামনি দেখা এবং কথা বলা।“
ফ্রান্সে কানের ৭৬তম আসর নিয়ে সারা বলেন, “কেবল রেড কার্পেটে হাঁটা নয়।ওই উৎসবে ভারতের সংস্কৃতি, সিনেমা ও শিল্প নিয়ে আমার নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ এসেছে, যা আমি উপভোগ করেছি।“
কোন কোন অভিনয় শিল্পীর সঙ্গে দেখা হয়েছে জানতে চাইলে সারা বলেন, পৃথিবীর নানা প্রান্তের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে দেখা করার সুযোগ তার হয়েছে।
“সৌদি আরব, মিশর, লেবানন, প্যারিস… । কিন্তু সবচেয়ে বড় সুযোগ, সেটা হল লিওনার্দো ডি ক্যাপ্রিও। সত্যিই ভাবা যায় না। দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে।“
সারা বলেন, অঞ্চল-সংস্কৃতি এবং আবেগ-অনুভূতি আলাদা হলেও এত মানুষ একত্রিত হয়েছে কেবলমাত্র অভিনয়ের সূত্র ধরে, এটাই এ উৎসবের বড় দিক। তার ভাষায়, সিনেমা সব বাঁধা অতিক্রম করার পথ দেখিয়েছে।
বলিউডের এই অভিনেত্রী আরও জানিয়েছেন, ডিক্যাপ্রিও তার অত্যন্ত পছন্দের হলেও হলিউডের রায়ান গসলিংয়ের সঙ্গে পর্দা ভাগাভাগিতে বেশি আগ্রহী তিনি।
এবার কানের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ডিক্যাপ্রিওর ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ সিনেমার প্রিমিয়ার হয়। যুক্তরাষ্ট্রের প্রবীণ পরিচালক মার্টিন স্কোরসেসির ওই সিনেমায় ডিক্যাপ্রিওর সহ অভিনেতা ছিলেন রবার্ট ডি নিরো, জেসি প্লেমন্স, ট্যান্টু কার্ডিনাল, কারা জেড মায়ার্সসহ আরও অনেকে।
ওই শোয়ের পর দর্শকরা টানা ৯ মিনিট ধরে করতালি দিয়ে অভিনন্দন জানান। ২০১৭ সালে প্রকাশিত আমেরিকান কথাসাহিত্যিক ডেভিড গ্রানের জনপ্রিয় বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন স্কোরসেসি।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় তেল আবিষ্কারের পর রহস্যজনকভাবে ওসেজ উপজাতির একের পর এক সদস্যের নৃশংসভাবে খুন হওয়াকে কেন্দ্র করে সিনেমার গল্প আবর্তিত হয়েছে।
আর সারা কানে তার ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমার প্রচার চালিয়েছেন। আগামী ২ জুন মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের নির্মাতা জুটি শচীন-জিগর। পারিবারিক ড্রামা ঘরানার ওই সিনেমায় সারার নায়ক হয়েছে ভিকি কৌশল।
এছাড়া ক্রাইম থ্রিলার ‘মার্ডার মুবারক’-এ কারিশমা কাপুরের সঙ্গেও সারাকে পাওয়া যাবে।