কেবল প্রধান চরিত্রে অভিনয়ই নয়, ইর্মাজেন্সির গল্পও কঙ্গনার লেখা, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও এই অভিনেত্রী।
Published : 24 Jun 2023, 05:42 PM
দীর্ঘদিন ধরে চর্চায় থাকা ‘ইমার্জেন্সি’র নতুন টিজার প্রকাশ করে মুক্তির দিনক্ষণ ঘোষণা করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। এ সিনেমায় তাকে দেখা যাবে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায়।
কেবল প্রধান চরিত্রে অভিনয়ই নয়, ইর্মাজেন্সির গল্পও কঙ্গনার লেখা, প্রযোজনা ও পরিচালনার দায়িত্বেও এই অভিনেত্রী।
শনিবার কঙ্গনা ইনস্টাগ্রামে সিনেমার টিজার দিয়ে জানান, আগামী ২৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ইমার্জেন্সি।
ক্যাপশনে লিখেছেন, “রক্ষাকর্তা নাকি শাসক? আমাদের ইতিহাসের অন্ধকারতম পর্বের সাক্ষী হয়ে যখন অধিনায়কই তার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন।”
বিজেপির কট্টর সমর্থক কঙ্গনা প্রতিপক্ষ রাজনৈতিক দল কংগ্রেসের নেত্রী ইন্দিরাকে কোন রূপে দেখাতে চাইছেন, তা নিয়ে বেশ কৌতূহল রয়েছে সব মহলে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, টিজারে ইন্দিরা গান্ধীর লুকেই কেবল নয়, ইন্দিরা-রূপী কঙ্গনার কন্ঠও শোনা গেছে।
প্রকাশিত টিজারে দেখা গেল, ইন্দিরার বাচনভঙ্গী, শরীরী ভাষা ভালোই রপ্ত করেছেন কঙ্গনা। শুরুতেই স্ক্রিনে ভেসে উঠেছে ২৫শে জুন, ১৯৭৫। পুলিশের উপর ইট নিক্ষেপ করছে উত্তেজিত জনতা। সংবাদপত্রের শিরোনামে লেখা- ‘জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে’। তারপরই শোনা গেল, জেলবন্দি বিরোধী দলনেতা জয়প্রকাশ নারায়ণের ভূমিকায় অনুপম খেরের কণ্ঠস্বর। অনুপম খেরকে বলতে শোনা গেল, “ভারতের ইতিহাসের সবচেয়ে অন্ধকারময় অধ্যায় এটি, এটা সরকার আধিপত্য নয়,বরং অহংকারের আধিপত্য। এটা আমাদের নয়,এই দেশের মৃত্যু।”
ইন্দিরার ‘একনায়কতন্ত্র’র বিরুদ্ধে এখানে আওয়াজ তুলতে দেখা গেল জেপি নারায়ণকে। তারপরই ‘ইন্দিরা’ অর্থাৎ কঙ্গনাকে বলতে শোনা গেল, “এই দেশকে রক্ষা করতে কেউই রুখতে পারবে না আমাকে। কারণ ইন্ডিয়া মানেই ইন্দিরা, আর ইন্দিরা মানেই ইন্ডিয়া!”
বলিউড হাঙ্গামা লিখেছে, কঙ্গনার ভাষায় ‘ইমার্জেন্সি’ কোনো বায়োপিক না, এটি একটি রাজনৈতিক সিনেমা। সিনেমার পটভূমি গত শতকের সত্তরের দশক, ভারতে তখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী।
১৯৭৫ সালের ২৫ জুন থেকে পরবর্তী ২১ মাস ভারতে জরুরি অবস্থা চলে। সিনেমায় সেই সময়ের রাজনৈতিক আবহ তুলে ধরার চেষ্টা হয়েছে বলে কঙ্গনার ভাষ্য।
২০২১ সালে ‘ইমার্জেন্সি’ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন কঙ্গনা। সম্পত্তি বন্ধক দিয়ে সেই টাকায় চলতি বছরের শুরুতে শুটিং শেষ করেন তিনি।
ইন্দিরা হয়ে ‘ইমার্জেন্সির’ টিজারে চমকে দিলেন কঙ্গনা