Published : 28 Mar 2025, 01:14 AM
ক্ষমতাধর এক ব্যবসায়ীর সঙ্গে এলাকার জননেত্রীর প্রেমের গল্প শোনাবেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এই গল্প নায়ক বলছেন তার ঈদের সিনেমা ‘অন্তরাত্মাতে’। যে সিনেমাটি হঠাৎ করে এসেছে আলোচনায়।
প্রকাশ্যে এসেছে 'অন্তরাত্মা’ সিনেমার ট্রেইলার। ওই ভিডিওতে শাকিবের সঙ্গে তার নায়িকা কলকাতার অভিনেত্রী দর্শণা বণিকের প্রেমের রয়াসন ফুটে উঠেছে।
ট্রেইলারে দেখা গেছে এক ব্যবসায়ীর দাপটে অস্থির থাকে এলাকার সবাই। নিজের ক্ষমতা বোঝাতে ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করা শাকিবের মুখে শোনা যায় সংলাপ ‘আমি কিন্তু আমি, আন্ডার এস্টিমেট করা যাবে না’। ওই ব্যবসায়ী প্রেমে পড়েন এক নেত্রীর। ওই নেত্রীর চরিত্রে কাজ করেছেন দর্শনা বণিক।
প্রেমের গল্পের এই সিনেমায় কেবল প্রেম নেই, আছে অপরাধ জগতের ছায়া, মারপিট ও হাস্যরসও।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চার বছর আগে ২০২১ সালে ‘অন্তরাত্মার’ শুটিং শুরু হয়। যে সিনেমার কথা প্রায় ভুলেই গিয়েছিলেন সবাই। এর মধ্যে শাকিবের ঈদের আরেকটি সিনেমা ‘বরবাদ’ জটিলতায় পড়লে হঠাৎ করে আলোচনায় আসে ‘অন্তরাত্মা’। এরপর মুক্তির জন্য সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পায় এই সিনেমাটি।
সিনেমার পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপক রুহুল আমীন গ্লিটজকে বলেন, "আমাদের সিনেমা 'অন্তরাত্মা' শতভাগ মুক্তি পাচ্ছে, আমরা প্রচারণা চালাচ্ছি।"
সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছিল।
‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
এবারের ঈদে শাকিব বেশি আলোচনায় আছেন তার ‘বরবাদ’ সিনেমা নিয়ে।
অতিরিক্ত ‘ভায়োলেন্স দৃশ্য’ থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়েছিল সিনেমাটি। তখন বোর্ড থেকে দৃশ্য সংশোধনের কথা বলা নির্মাতা টিমকে। এরপর ১৬ সেকেন্ডের ‘ভায়োলেন্স দৃশ্য’ ছেঁটে মঙ্গলবার ছাড়পত্র পায় ‘বরবাদ’।
‘বরবাদেও’ শাকিবের নায়িকা ভিনদেশী। তিনি হলে সুপারস্টারের ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা কলকাতার ইধিকা পাল।
গত কয়েক বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’। এর সবগুলোরই নায়িকা ভিনদেশী। এই চারটির মধ্যে ‘প্রিয়তমা’ এবং ‘তুফান’ পেয়েছে দর্শকপ্রিয়তা, হয়েছে ব্যবসা সফলও।
গেল কয়েক বছর ধরে দুই ঈদের কোনো একটিতে শাকিবের নুতন সিনেমা মুক্তির ঘটনা অবধারিত হয়ে দাঁড়িয়েছে। তবে এক ঈদেই একসঙ্গে শাকিবের দুইটি সিনেমা আসার ঘটনা এর মধ্যে ঘটেনি।