দুটি সিনেমাই সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র নিয়ে মুক্তির জন্য প্রস্তুত।
Published : 26 Mar 2025, 09:38 PM
অনিশ্চয়তা কাটিয়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ঈদে। তবে কেবল ‘বরবাদ’ নয়, এই উৎসবে নায়কের আরেকটি সিনেমা 'অন্তরাত্মা’ যোগ হয়েছে মুক্তির তালিকায়।
গেল কয়েক বছর ধরে দুই ঈদের কোনো একটিতে শাকিবের নুতন সিনেমা মুক্তির ঘটনা অবধারিত হয়ে দাঁড়িয়েছে। তবে এক ঈদেই একসঙ্গে শাকিবের দুইটি সিনেমা আসার ঘটনা এর মধ্যে ঘটেনি।
‘ভায়োলেন্স দৃশ্য’ ছেঁটে মিলল ছাড়পত্র
ঈদের সিনেমা হিসেবে শুরু থেকেই আলোচনায় ছিল মেহেদী হাসনা হৃদয় পরিচালিত ‘বরবাদ’। মাসখানেক ধরে মোশন পোস্টার, চরিত্রের লুক, টিজার, গান, সবই প্রকাশ্যে এসেছে।
এর মধ্যে কদিন আগে ‘বরবাদ’ মুক্তিতে জটিলতায় পড়তে হয় সিনেমার প্রযোজক ও নির্মাতাকে।
অতিরিক্ত ‘ভায়োলেন্স দৃশ্য’ থাকায় সার্টিফিকেশন বোর্ডের আপত্তির মুখে পড়ে সিনেমাটি। তখন বোর্ড থেকে দৃশ্য সংশোধনের কথা বলা নির্মাতা টিমকে। এরপর ১৬ সেকেন্ডের ‘ভায়োলেন্স দৃশ্য’ ছেঁটে মঙ্গলবার ছাড়পত্র পায় ‘বরবাদ’।
পরিচালক হৃদয় গ্লিটজকে বলেন, “আমরা ছাড়পত্র হাতে পেয়েছি, আলোচনা সাপেক্ষে ১৬ সেকেন্ড কর্তন করা হয়েছে, এতে সিনেমার কোনো ক্ষতি হবে না। দর্শক 'বরবাদ' নিয়ে অপেক্ষায় আছেন, তারা আশাহত হবে না বলে আশা করছি।"
‘বরবাদ’ অ্যাকশন ধাঁচের সিনেমা। দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরের শেষ নাগাদ। মুম্বাই এবং কলকাতায় হয়েছে শুটিং।
সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্তসহ কয়েকজন।
সিনেমার একটি গানে পারফর্ম করেছেন কলকাতার নুসরাত জাহান।
যখন থেকে ‘অন্তরাত্মা’ আলোচনায়
‘বরবাদ’ যখন অনিশ্চয়তার মুখে পড়ে, তখন হঠাৎ করে আলোচনায় আসে শাকিবের ‘অন্তরাত্মা’ সিনেমাটি।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় চার বছর আগে ২০২১ সালে ‘অন্তরাত্মার’ শুটিং শুরু হয়। এই সিনেমাতেও শাকিবের নায়িকা কলকাতার দর্শনা বণিক।
সোমবার সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট ছাড়পত্র মেলে 'অন্তরাত্মা' সিনেমার।
মুক্তির খবর জানিয়ে সিনেমার পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপক রুহুল আমীন গ্লিটজকে বলেন, "আমাদের সিনেমা 'অন্তরাত্মা' শতভাগ মুক্তি পাচ্ছে, আমরা প্রচারণা চালাচ্ছি।"
ঈদে একসঙ্গে শাকিবের দুই সিনেমা এটা ব্যবসায়িকভাবে ভালো হবে বলে মনে করছেন তিনি।
পারিবারিক গল্পের সিনেমা 'অন্তরাত্মা'। সিনেমাটির প্রযোজক ও কাহিনীকার সোহানী হোসেন, চিত্রনাট্য করেছেন ফেরারী ফরহাদ। পাবনা ও নাটোরের বিভিন্ন জায়গায় সিনেমার শুটিং হয়েছিল।
‘অন্তরাত্মার’ অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
গত কয়েক বছরে মুক্তি পেয়েছে শাকিবের ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’। এর সবগুলোরই নায়িকা ভিনদেশী। এই চারটির মধ্যে ‘প্রিয়তমা’ এবং ‘তুফান’ পেয়েছে দর্শকপ্রিয়তা, হয়েছে ব্যবসা সফলও।