মোশাররফ করিমের 'পাতা ফাঁদে পা দিয়েছেন' শরাফ আহমেদ জীবন।
Published : 14 Mar 2025, 08:55 AM
অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২' মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এসেছে এক নাটকীয় ভিডিওর মধ্য দিয়ে।
সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন ফেইসবুকে চার মিনিট ৮ সেকেন্ডের এক ভিডিও পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন,"মোশাররফ করিমের পাতা ফাঁদে পা দিয়েছেন শরাফ আহমেদ জীবন। এ কোন নতুন চক্কর?"
ভিডিওতে দেখা গেছে, পরিচালক জীবনকে হাত-মুখ বেঁধে অন্ধকার ঘরে একটি চেয়ারে বসিয়ে রেখেছেন মোশাররফ করিম। বিরক্তি নিয়ে জীবনকে তিনি বলেন, "তুমি অনেক যন্ত্রণা দিয়েছ আমাকে। এজন্য আটকে রাখা হয়েছে।"
আটকে রাখার কারণ হিসেবে মোশাররফ জানিয়েছেন, গত কয়েকমাস ধরে সিনেমাটির প্রচারণার জন্য তাকে ‘প্রচণ্ড বিরক্ত করেছেন’ জীবন। বাসায়, শুটিং সেটে সব জায়গায় অভিনেতাকে খুঁজে বেড়িয়েছেন এই পরিচালক।
মোশাররফে ভাষ্য, “আমি শুটিং ডাবিং সব করে দিয়েছি। বাকিটা দেখবে ডিরেক্টর। তবুও কেন আমাকে এভাবে দিনের পর দিন বিরক্ত করা হল। তারই শাস্তি হিসেবে তাকে তুলে এনে হাত-মুখ বাঁধা হয়েছে।“
জীবন বারবার তার বাঁধন খুলে দিতে বললেও মোশাররফ তাতে রাজি নন।
এক পর্যায়ে জীবনের মুখে লাগানো টেপ খুলে দিয়ে মোশাররফ বলেন, "সিনেমা রিলিজ দেওয়া তোমার দায়িত্ব, দিচ্ছ না কেন? আমি অভিনেতা। সব কাজ করে দিয়েছি। এখন তুমি টিজার, গান রিলিজ আরও যা আছে সেগুলো দিচ্ছো না কেন?"
ভিডিওর শেষ অংশে জীবনের মুখ আবার টেপ দিয়ে আটকবে দিয়ে এই অভিনেতা বলেন, "ঈদে চক্কর রিলিজ হবে, প্রমোশন হবে সবই কিন্তু জীবন তোমার রিলিজ নাই।"
সিনেমা মুক্তির আগে অভিনেতা ও নির্মাতার এমন ব্যতিক্রমী প্রমোশনাল ভিডিও নজর কেড়েছে অনেক দর্শকের।
সিনেমার গল্প নিয়ে গ্লিটজকে জীবন বলেন, "গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।"
'চক্কর' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
গেল বছরের মার্চে প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টার। যেটি পোস্ট করে মোশাররফ করিম লিখেছিলেন, “দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, বোকা মানুষ কায়দা করে। আর মইনুল?"
মোশাররফ অভিনীত মইনুল চরিত্রটি একজন গোয়েন্দা পুলিশের চরিত্র।
২০২১-২২ অর্থবছরে 'চক্কর' সিনেমার জন্য অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল 'বিচারালয়'। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে 'চক্কর ৩০২'।
আরও পড়ুন: