"প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, সিনেমা দর্শকের জন্য।”
Published : 08 Mar 2025, 12:49 PM
এবারের রোজার ঈদে অভিনেতা মোশাররফ করিমের সিনেমা ‘চক্কর ৩০২' আসছে।
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন পরিচালিত এই সিনেমাটি সার্টিফিকেশন বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে আগেই, এবার শুধু মুক্তির জন্য আনুষ্ঠানিক ঘোষণা বাকি রয়েছে।
পরিচালক জীবন গ্লিটজকে বলেন, “মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেইনি, শিগগিরই ঘোষণা আসবে।”
প্রচার কাজ কবে থেকে শুরু করা হবে জানতে চাইলে জীবন বলেন, "আমাদের সিনেমা তো গল্পনির্ভর সিনেমা, এটাতে প্রচারণার জন্য খুব বেশি কনটেন্ট নেই। আমরা শেষের দিকে টানা প্রচারণা শুরু করব। সেন্সর ছাড়পত্র পেয়েছি প্রায় এক দেড় মাস আগে, এটা যেহেতু সরকারি অনুদানের সিনেমা, তথ্য মন্ত্রণালয় থেকেও সেন্সর হয়েছে।"
রোজার ঈদে সুপারস্টার শাকিব খানের 'বরবাদ' সিনেমা মুক্তি পাচ্ছে, এছাড়াও সিয়াম আহমেদের 'জংলি' এবং আফরান নিশোর 'দাগি' আসছে।
অন্য সিনেমার ভিড়ে এই সিনেমাটি নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্মাতা জীবন।
তিনি বলেন,"প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, সিনেমা দর্শকের জন্য। গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প। দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।"
'চক্কর' সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
গেল বছরের মার্চে প্রকাশ করা হয় সিনেমার ফার্স্ট লুক পোস্টার। যেটি পোস্ট করে মোশাররফ করিম লিখেছেন, “দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, বোকা মানুষ কায়দা করে। আর মইনুল?"
জানা গেছে মোশাররফের এই মইনুল চরিত্রটি একজন গোয়েন্দা পুলিশের চরিত্র।
২০২১-২২ অর্থবছরে 'চক্কর' সিনেমার জন্য অনুদান পান জীবন। প্রথমে সিনেমাটির নাম ছিল 'বিচারালয়'। পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের নির্দেশে পরিবর্তন করে নাম রাখা হয়েছে 'চক্কর ৩০২'।