টিজারে বল্লম হাতে বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন ভাইজান।
Published : 01 Mar 2025, 02:26 PM
ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খানের ‘ইনসাফ নয়, সাফ করতে এসেছি’ সংলাপ তুলেছে আলোড়ন।
এটি সালমানের ঈদের সিনেমা সিকান্দারের টিজারের সংলাপ। যেখানে বল্লম হাতে বিধ্বংসী রূপে ধরা দিয়েছেন ভাইজান।
ইন্ডিয়া টুডে সিকান্দারের টিজার প্রকাশের খবর দিয়ে লিখেছে, “কথা এবং প্রশ্ন একটাই, সিকান্দার কী পারবে হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে?”
সালমানের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজারটি শুরু হয়। অতীত হাতড়ে সালমান বলেছেন, ‘সিকান্দার’ নাম তিনি পেয়েছিলেন তার দাদীর কাছ থেকে।
সালমানকে বলতে শোনা গেছে, “আমাকে রাজা বলে ডাকে সবাই।”
এরপর একের পর এক অ্যাকশনের দৃশ্যে সালমানকে পাওয়া গেছে। প্রতিপক্ষকে ঘায়েল করতে ঘুষি লাথি মারতে মারতে সালমান বলেন, “বিচার চাইতে আসিনি। এসেছি হিসাব মেটাতে।”
অভিনেতা আরো বলেন, “শুনছি আমার পিছনে অনেকে ধাওয়া করে বেড়াচ্ছে। আমার শুধু পেছনে ফেরার অপেক্ষা।”
এই সংলাপের সঙ্গে নায়কের ভক্তদের অনেকেই সালমানকে লাগাতার খুনের হুমকি দিয়ে যাওয়া গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের যোগও খুঁজে পেয়েছেন। কারো কারো ভাষ্য, সালমানের এই সংলাপ কেবল বিষ্ণোইয়ের জন্যই।
এই সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস; এখানে সালমানের বিপরীতে প্রথমবারের মত পর্দায় আসছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মানদানা।
এই ঝলকে দেখা গেছে রাশমিকাকেও।
সালমান শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে ‘টাইগার ৩’ সিনেমায়। তবে ওই সিনেমা বক্স অফিসকে দুহাতে ভরিয়ে দিতে পারেনি। এরপর কয়েকটি সিনেমায় ক্যামিও দৃশ্যে সালমানের দেখা পাওয়া গেছে।