“আগামী ২৭ ফেব্রুয়ারি আপনাদের জন্য বড়সড় সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন।”
Published : 22 Feb 2025, 10:17 AM
আসছে ঈদে মুক্তি পেতে চলা ভারতের হিন্দি সিনেমার অভিনেতা সালমান খানের ‘সিকান্দার’ সিনেমার পোস্টার প্রকাশ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, পোস্টারে সালমানের রাগত চেহারা নিয়ে কৌতুহলী হয়েছেন তার অনুরাগীরা।
To all the amazing fans, your patience means the world to us. A little gift on #SajidNadiadwala’s birthday, after the love we’ve received on Sikandar!
A big surprise awaits on the 27th of Feb! Stay with us ♥️🎥 #SajidNadiadwala’s #Sikandar
Directed by @ARMurugadoss… pic.twitter.com/ugRkOVRUvh
— Nadiadwala Grandson (@NGEMovies) February 18, 2025
সিকান্দারের প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা কদিন আগে সোশাল মিডিয়ায় সিনেমার পোস্টার প্রকাশ করে লিখেছেন, “আপনাদের জন্য একটা ছোট্ট উপহার। আপনারা সিকান্দরকে অনেক ভালোবাসা দিয়েছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি আপনাদের জন্য বড়সড় সারপ্রাইজ রয়েছে। অপেক্ষা করুন, আমাদের সঙ্গে থাকুন।”
এই সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস; এখানে সালমানের বিপরীতে প্রথমবারের মত পর্দায় আসছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা রাশমিকা মানদানা।
গেল বছরের শেষ নাগাদ সিকান্দারের টিজার প্রকাশ হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, ‘ভাইজান কেবল বন্ধুদের প্রাণ আর দুশমনের কাছে তিনি যম’-এই বাক্য আওরাতে আওরাতে এক অস্ত্রের জাদুঘরে হেঁটে যাচ্ছেন ভারতের হিন্দি সিনেমার তারকাভিনেতা সালমান খান।
হঠাৎ করে তাকে ঘিরে ধরে চার আততায়ী। যাদেরকে একা হাতে শায়েস্তা করেন হিন্দি সিনেমার এই অভিনেতা। ‘সিকান্দার’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের টিজার কেবল সালমানের অ্যাকশনই তুলে ধরেছে।