ইংলিশ ফুটবল
প্রতিযোগিতাটির রেকর্ড বইয়ে নতুন যা কিছু যোগ হয়েছে, দেখে নেওয়া যাক।
Published : 03 Apr 2025, 03:55 PM
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষে আবার মাঠে গড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং বিরতির আগের ক্ষতে প্রলেপ দিয়ে শিরোপার পথে আরেক ধাপ এগিয়েছে লিভারপুল। এই সপ্তাহে আরও জয়ের মুখ দেখেছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, নটিংহ্যাম ফরেস্ট ও নিউক্যাসল ইউনাইটেডের মতো দলগুলো।
এই দলগুলোর জয়ের হাসির মধ্য দিয়ে লিগ টেবিলে যেমন ওলটপালট হয়েছে, তেমনি নাটকীয় সব লড়াইয়ের নানা ঘটনায় প্রতিযোগিতাটির রেকর্ড বইয়েও নতুন অনেক কিছু যোগ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো:
৮
গত ৯ ফেব্রুয়ারিতে অ্যাস্টন ভিলার জার্সিতে অভিষেকের পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৮ গোল করেছেন মার্কো আসেন্সিও, এই সময়ে প্রিমিয়ার লিগের যেকোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
১০
নিউ ক্যাসল ইউনাইটেডের ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগের এক আসরে ঘরের মাঠে ও প্রতিপক্ষের মাঠে ১০ বা তার বেশি করে গোল করলেন আলেকসান্দার ইসাক, আগের দুজন হলেন অ্যান্ড্রু কোল (১৯৯৩-৯৪) ও অ্যালান শিয়েরার (২০০১-০২)।
১০০
সব প্রতিযোগিতা মিলিয়ে এভারটনের বিপক্ষে শততম জয় পেয়েছে লিভারপুল। তারা সবচেয়ে বেশি জয় পেয়েছে অ্যাস্টন ভিলার বিপক্ষে, এরপরই নগরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। আর কোনো দলের বিপক্ষে শত জয়ের কীর্তি নেই লিভারপুলের।
১০
চোট কাটিয়ে ফিরেই জালের দেখা পান বুকায়ো সাকা, ফুলহ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে। এতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন মৌসুমে ১০ বা তার বেশি করে গোল ও অ্যাসিস্ট করেছেন ইংলিশ উইঙ্গার।
২০১৪-১৫ থেকে ২০১৬-১৭ মৌসুমে আলেক্সিস সানচেসের পর প্রথম এই কীর্তি গড়লেন সাকা।
২৩
ব্যর্থতায় ভরা চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ম্যাচে প্রথমে গোল হজম করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাদের চেয়ে বেশি এই অভিজ্ঞতা হয়েছে কেবল লেস্টার সিটির (২৫ ম্যাচে)।