নেশা জাতীয় দ্রব্য খেয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে, ধারণা পুলিশের।
Published : 04 Apr 2025, 10:06 AM
ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের একদিন পর ঘাসক্ষেত থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার চরযোশরদী ইউনিয়নের দহিসারা গ্রামের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নগরকান্দা থানার ওসি মো. সফর আলী জানান।
মৃত ১৭ বছর বয়সী মো. মাহবুবুর রহমান ওই গ্রামের সাইফুল্লাহ মোল্যার ছেলে।
সাইফুল্লাহ বলছেন, মাহবুবুর মাদকাসক্ত ছিল। তাকে নেশা থেকে বিরত রাখতে তিন বছর আগে ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি দেওয়া হয়। গার্মেন্টসে চাকরি করলেও সে নেশা ছাড়তে পারেনি।
তিনি বলেন, “বুধবার রাত ১০টার দিকে মাহবুবুর আমার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর ফেরেনি। আমরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছি। এরই মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় খবর পাই মাহবুবুরের লাশ ক্ষেতে পড়ে আছে।”
ওসি মো. সফর আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশা জাতীয় দ্রব্য খেয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।