র্যাঙ্কিংয়ে এগিয়েছে স্পেন ও নেদারল্যান্ডসও, পিছিয়েছে ফ্রান্স ও পর্তুগাল।
Published : 03 Apr 2025, 03:11 PM
এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে তাদের মাঠে রুখে দেওয়ার পুরস্কার র্যাঙ্কিংয়ে পেয়েছে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছে হাভিয়ের কাবরেরার দল। আগের মতো শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বৃহস্পতিবার ফিফার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে আছে বাংলাদেশ। ২০২৪ সালের ফেব্রুয়ারির পর র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সর্বোচ্চ অবস্থান এটি।
২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। অসংখ্য সুযোগ নষ্ট না করলে জিততেও পারত সফরকারীরা। ওই ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয় ইংলিশ ক্লাব লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে ধারে খেলা হামজা চৌধুরীর।
মার্চের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে (১-০) ও ব্রাজিলকে (৪-১) হারানোর পথে মূল পর্বের টিকেট নিশ্চিত করা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট বেড়েছে ১৮.৯১। তিনবারের বিশ্বকাপ জয়ীদের মোট পয়েন্ট এখন ১ হাজার ৮৮৬.১৬।
এক ধাপ এগিয়ে এক হাজার ৮৫৪.৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে স্পেন। গত মাসে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম লেগে ২-২ ও ফিরতি লেগে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে জিতে শেষ চারে ওঠে ইউরো জয়ীরা।
এক ধাপ পিছিয়ে তিনে আছে ফ্রান্স। স্পেনের চেয়ে পয়েন্টে খুব বেশি পিছিয়ে নেই ফরাসিরা (এক হাজার ৮৫২.৭১)।
আগের মতো ইংল্যান্ড চারে ও ব্রাজিল পাঁচে আছে। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে নেদারল্যান্ডস। এক ধাপ পিছিয়ে সাতে আছে পর্তুগাল। পরের তিনটি স্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম, ইতালি ও জার্মানি।
দুই ধাপ করে এগিয়ে ক্রোয়েশিয়া ১১ ও মরক্কো ১২ নম্বরে আছে। দুই ধাপ করে পিছিয়েছে উরুগুয়ে (১৩তম) ও কলম্বিয়া (১৪তম)।
ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১০ জুলাই।