স্প্যানিশ ফুটবল
গেতাফের বিপক্ষে ম্যাচে তার মাঠ ছেড়ে যাওয়ার ধরন দেখেই গুরুতর চোটের শঙ্কা জেগেছিল।
Published : 24 Apr 2025, 04:46 PM
একের পর এক চোটের ছোবল পড়েছে দলের পারফরম্যান্সে। তাতে সময়টা ভীষণ খারাপ যাচ্ছে রেয়াল মাদ্রিদের। এর মধ্যেই আরও খারাপ খবর পেল দলটি। পায়ের গুরুতর চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন এদুয়ার্দো কামাভিঙ্গা।
ক্লাবটির ওয়েবসাইটে বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কামাভিঙ্গার বাঁ পায়ের অ্যাবডাক্টর টেন্ডন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সেরে উঠতে কতদিন সময় লাগতে পারে, সে বিষয়ে অবশ্য কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।
তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, সময়টা দীর্ঘই হতে যাচ্ছে। এএস-এর খবর, আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় ৩২ দলের ক্লাব বিশ্বকাপেও খেলার সম্ভাবনা নেই ফরাসি এই মিডফিল্ডারের।
২২ বছর বয়সী এই ফুটবলার মূলত মাঝমাঠের খেলোয়াড় হলেও, দলের প্রয়োজনে রক্ষণ সামলাতেও পারদর্শী। চলতি মৌসুমে রেয়াল মাদ্রিদে বেশিরভাগ সময় তাকে সেই ভূমিকাতেই দেখা গেছে।
গেতাফের বিপক্ষে বুধবার রাতে লা লিগায় ১-০ গোলে জয়ের ম্যাচেও সেই দায়িত্বেই মাঠে নামেন তিনি, চোট পাওয়া আরেক ডিফেন্ডার ডাভিড আলাবার জায়গায়। কিন্তু ৮৯তম মিনিটে পাল্টা আক্রমণে ওঠার সময় প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে আঘাত পান পায়ে। এরপর আর খেলা চালিয়ে যেতে পারেননি।
আগেই সব বদলি ব্যবহার করে ফেলায় বাকিটা সময় ১০ জন নিয়ে ম্যাচটি শেষ করে মাদ্রিদের দলটি। ম্যাচের পর সংবাদ সম্মেলনেই কোচ কার্লো আনচেলত্তিই একরকম ধারণা দিয়ে দেন যে, আসছে কোপা দেল রের ফাইনালে কামাভিঙ্গা ও আলাবার খেলার তেমন একটা সম্ভাবনা নেই।
এবার সেই শঙ্কাই আরও বড় হয়ে ধরা দিল। কোপা দেল রের শিরোপা লড়াইয়ে আগামী শনিবার বার্সেলোনার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।