বিলিয়নেয়ারের সংখ্যা আর সম্পদে এবারও শীর্ষে যুক্তরাষ্ট্র। পরের দুই স্থানে চীন আর ভারত। তালিকায় এবারও আছেন সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি আজিজ খান, তার অবস্থান ২ হাজার ৭৯০ নম্বরে।
Published : 02 Apr 2025, 06:05 PM
বিশ্বব্যাপী সম্পদের পরিমাণ যেভাবে বাড়ছে, তার চেয়েও দ্রুতগতিতে বাড়ছে শতকোটি ডলারের মালিক বা বিলিয়নেয়ারের সংখ্যা।
চলতি বছর ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বজুড়ে এখনই বিলিয়নেয়ারের সংখ্যা তিন হাজার ছাড়িয়ে গেছে। তাদের মিলিত সম্পদের পরিমাণ দাঁড়িয়ে আছে তাক লাগানো ১৬ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে। অঙ্কে লিখলে যা হবে- ১৬,১০০,০০০,০০০,০০০ ডলার।
প্রতি ডলার ১২১ টাকা ধরলে আমাদের মুদ্রায় ১,৯৪৮,১০০,০০০,০০০,০০০ টাকা।
ফোর্বসের হিসাবে যুক্তরাষ্ট্র এখনও ধনকুবেরদের রাজধানী, দেশটিতে মোট বিলিয়নেয়ারের সংখ্যা ৯০২, যাদের মিলিত সম্পদের পরিমাণ ৬ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। দেশটির বিলিয়নেয়ারদের সিংহভাগই এসেছে প্রযুক্তি, ফাইন্যান্স ও এন্টারটেইনমেন্ট শিল্প থেকে।
বিশ্বে এখন ১০ হাজার কোটি ডলার বা তার বেশি সম্পদ আছে ১৫ জনের, এর ১৩ জনই যুক্তরাষ্ট্রে বসবাস করেন। এদের মধ্যে আছেন শীর্ষ তিন ধনী- ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ ও জেফ বেজোস। যাদের সম্পদের পরিমাণ যথাক্রমে ৩৪২ বিলিয়ন ডলার, ২১৬ বিলিয়ন ডলার ও ২১৫ বিলিয়ন ডলার।
গত বছর দেশটিতে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ৮১৩।
বিলিয়নেয়ার বেড়েছে চীনেও। গত বছরের চেয়ে ৪৪ জন বেড়ে তাদের এখন মোট বিলিয়নেয়ার ৪৫০ জন, যাদের মোট সম্পদ ১ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার। এ বিলিয়নেয়ারদের মধ্যে সবার ওপরে আছেন বাইটড্যান্সের ঝ্যাং জিমিং, তার সম্পদের পরিমাণ ৬৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।
তালিকায় হংকংকে আলাদা ধরা হয়েছে। বেইজিং নিয়ন্ত্রিত শহরটির বিলিয়নেয়ারদের যোগ করলে চীনের এখন মোট বিলিয়নেয়ার ৫১৬ জন।
২০২৫ এর তালিকা করতে গিয়ে ৭ মার্চের শেয়ার মূল্য ও মুদ্রা বিনিময় হারকে বিবেচনায় নেওয়া হয়েছে, জানিয়েছে ফোর্বস।
বিলিয়নেয়ার সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ দেশ ভারত। গত বছরের সংখ্যার সঙ্গে ৫ জন যুক্ত হয়ে এখন তাদের মোট বিলিয়নেয়ার ২০৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ মুকেশ আম্বানির, ৯২ দশমিক ৫ বিলিয়ন ডলার।
জনসংখ্যার বিচারে এই মুহূর্তে বিশ্বের মধ্যে সবার ওপরে থাকা দেশের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানি, তার সম্পদের পরিমাণ ৫৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
যুক্তরাষ্ট্র, চীন ও ভারত—তালিকার ৩ হাজার ২৮ বিলিয়নেয়ারের অর্ধেকের বেশির বাস শীর্ষ এ তিন দেশেই, বলছে এনডিটিভি।
বিশ্বজুড়ে সম্পদ অল্প কিছু মানুষের হাতে যে ক্রমাগত কুক্ষিগত হচ্ছে, তালিকা এবং সম্পদের পরিমাণ থেকে তাও বোঝা যাচ্ছে।
ফোর্বসের এবারের তালিকায়ও সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি আজিজ খান স্থান পেয়েছেন। সামিট গ্রুপের এ কর্ণধারের মোট সম্পদের পরিমাণ দেখানো হচ্ছে ১১০ কোটি ডলার; তালিকায় তার অবস্থান ২ হাজার ৭৯০ নম্বরে।