“বৃহস্পতিবার তার স্বাস্থ্য পরীক্ষা হলে বিস্তারিত জানা যাবে।”
Published : 02 Apr 2025, 06:01 PM
চাঁপাইনবাবগঞ্জে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ১৩ বছরের এক কিশোরের বিরুদ্ধে।
জেলা পুলিশ সুপার রেজাউল করিম মঙ্গলবার বলেন, শিশুটির মা সোমবার রাতে সদর থানায় মামলা করেছেন।
সদর থানার ওসি মতিউর রহমান বলেন, ঈদের দিন শিশুটি খেলা করছিল। এক সময় সে পাশের বাড়ি যায়। তখন কিশোর তার ওপর যৌন নিপীড়ন চালায়।
দুই পরিবার ঘটনাটি গোপন রেখেছিল। মঙ্গলবার শিশুটিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুস সামাদ বলেন, “শিশুটি পর্যবেক্ষণে রয়েছে। বৃহস্পতিবার তার স্বাস্থ্য পরীক্ষা হলে বিস্তারিত জানা যাবে।”