পুলিশ বাহিনীর নেতিবাচক চিত্রায়ণের অভিযোগে ছাড়পত্র মেলেনি ‘সন্তোষের’।
Published : 03 Apr 2025, 04:08 PM
আন্তর্জাতিকভাবে প্রশংসিত ভারতীয় সিনেমা ‘সন্তোষের’ মুক্তি আটকে দিয়েছে দেশটির চলচ্চিত্র সেন্সর বোর্ড।
ভারতের সরকারি সেন্সর বোর্ড, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) সিনেমায় দেশটির পুলিশ বাহিনীর নেতিবাচক চিত্রায়ণ করা হয়েছে অভিযোগ তুলে এর ছাড়পত্র দেয়নি।
সিনেমায় ভারতীয় পুলিশ বাহিনীর নারীবিদ্বেষ, ইসলামবিদ্বেষ ও সহিংসতা যেভাবে তুলে ধরা হয়েছে, তা নিয়ে সেন্সর বোর্ড উদ্বেগও প্রকাশ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, ব্রিটিশ-ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সন্ধ্যা সুরি পরিচালিত সিনেমা 'সন্তোষ'; সিনেমার চিত্রনাট্যকারও তিনি।
এই সিনেমার প্রেক্ষাপট উত্তর ভারত। ‘সন্তোষে’ স্বামী হারানো অল্প বয়সী নারীর গল্প দেখানো হয়েছে, যিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়ে এক কিশোরীর হত্যাকাণ্ডের তদন্ত করেন।
গত কান চলচ্চিত্র উৎসবে 'সন্তোষ' প্রশংসিত হয়েছে। সিনেমাটি যুক্তরাজ্যের পক্ষ থেকে অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছিল। এছাড়া সেরা নবাগত পরিচালক বিভাগে বাফটা মনোনয়নও পেয়েছিল ‘সন্তোষ’।
সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা শাহানা গোস্বামী এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
‘সন্তোষ’ সিনেমায় ভারতীয় অভিনেতারা অভিনয় করেছেন এবং এটি হিন্দি ভাষায় নির্মাণ করা হয়েছে। নির্মাতারা শুটিংয়ের জন্য আগেই চিত্রনাট্য জমা দিয়েছিলেন এবং তখন কোনো বাধার মুখে পড়েননি।
'সন্তোষ' আদৌ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কি না সেটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার সন্ধ্যা সুরি সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তকে 'হতাশাজনক ও হৃদয়বিদারক' বলে বর্ণনা করেছেন।
সুরি বলেন, “এই খবরটি আমাদের সবার জন্য বিস্ময়কর ছিল। আমি কখনই মনে করিনি যে এই বিষয়গুলো ভারতীয় সিনেমার জন্য নতুন কিছু। এমন না যে এসব বিষয় সিনেমায় আগে দেখানো হয়নি।”
সুরি জানিয়েছেন, সেন্সর বোর্ড কাটছাঁটের যে তালিকা তাদের হাতে ধরিয়ে দিয়েছে যে সেটি বাস্তবায়ন করা প্রায় ‘অসম্ভব’।
সুরি বলেছেন তিনি সত্যিই চেয়েছিলেন সিনেমাটি ভারতে মুক্তি পাক, তাই তিনি সমাধানের পথ খুঁজতে চেয়েছিলেন।
“বোর্ড যা বলছে তাতে এত কাটছাঁট করে সিনেমা ছবি বানানো কঠিন হয়ে পড়ে”, বলেন সুরি।