বিগ টেকের বিরুদ্ধে যে পাঁচটি সাড়া জাগানো মামলা দায়ের করেছে এফটিসি ও মার্কিন বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা, তার মধ্যে এ মামলাটি অন্যতম।
Published : 03 Apr 2025, 04:04 PM
অ্যান্টিট্রাস্ট ট্রায়াল এড়াতে ট্রাম্পের কাছে তদবির করেছেন মেটা প্ল্যাটফর্মের নির্বাহী প্রধান মার্ক জাকারবার্গ।
এ মাসের শেষ দিকে মেটাকে যাতে অ্যান্টিট্রাস্ট বিচারের মুখোমুখি হতে না হয় এজন্য মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে একটি সমঝোতায় রাজি হওয়ার জন্য তদবির করছেন জাকারবার্গ।
বিষয়টির সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার এমন খবর প্রকাশ করেছে আমেরিকান বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।
১৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন বা এফটিসি’র বিচারের মুখে না পড়তে প্রেসিডেন্ট ও তার সিনিয়র উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন মেটা ও এর প্রতিনিধিরা।
এ অ্যান্টিট্রাস্ট ট্রায়ালে কোম্পানিটিকে তাদের মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ও ইমেজ শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রামের মালিকানা ছেড়ে দিতে বাধ্য করতে পারে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
বৈঠকের বিষয়ে মেটা রয়টার্সকে বলেছে, “প্রতিযোগিতা, জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলে এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা নিয়মিতভাবে নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠক করি।”
তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি হোয়াইট হাউস এবং এফটিসি’র একজন মুখপাত্র রয়টার্সের মন্তব্যের অনুরোধে রাজি হননি।
ট্রাম্পের প্রথম মেয়াদে শুরু হওয়া ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনেও অব্যাহত থাকা বড় বিভিন্ন প্রযুক্তি কোম্পানির বিরুদ্ধে অ্যান্টিট্রাস্ট অভিযানে নেতৃত্ব দিচ্ছে এফটিসি।
একদিকে, হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে বড় প্রযুক্তি কোম্পানি নানা পদক্ষেপ নিচ্ছে, অপরদিকে এফটিসির দুই ডেমোক্র্যাট কমিশনারকে হঠাৎ করে বরখাস্ত করেছে ট্রাম্প প্রশাসন। এমন পরিস্থিতিতে এসব টেক জায়ান্টের বিরুদ্ধে ট্রাম্পের মামলা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা।
এফটিসি’র চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন বলেছেন, মেটা ও অ্যামাজনের বিরুদ্ধে সংস্থাটির আনা মামলা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।
২০২০ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে মেটার বিরুদ্ধে এই মামলা করেছিল এফটিসি। ওই সময় সংস্থাটির অভিযোগ ছিল, বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে একচেটিয়া আধিপত্য ধরে রাখতে বেআইনিভাবে কাজ করেছে মেটা।
এফটিসি’র দাবি, মোবাইল ইকোসিস্টেমে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করার বদলে নতুন হুমকি দূর করতে ২০১২ সালে ইনস্টাগ্রাম ও ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনতে অতিরিক্ত মূল্য দিয়েছিল সে সময়ের ফেইসবুক, পরে যা মেটা নামে পরিচিত হয়।
মেটার যুক্তি, বাজার প্রতিযোগিতা ও ভোক্তা দুজনার জন্যই ভালো হয়েছে এসব অধিগ্রহণ। এফটিসি’র এ মামলাটি সামাজিক যোগাযোগ মাধ্যম বাজার নিয়ে তাদের সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করেই তৈরি, যেখানে বাইটড্যান্সের টিকটক, গুগলের ইউটিউব ও মাইক্রোসফটের লিংকডইন-এর বাজার প্রতিযোগিতাকে বিবেচনায় নেয়নি সংস্থাটি।
বিগ টেকের বিরুদ্ধে যে পাঁচটি সাড়া জাগানো মামলা দায়ের করেছে এফটিসি ও মার্কিন বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট নিয়ন্ত্রকরা, তার মধ্যে এ মামলাটি অন্যতম।