ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিনেমাটি নির্মিত হলেও পরে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
Published : 17 Oct 2024, 03:02 PM
সেন্সরে জমা পড়ল প্রার্থনা ফারদীন দীঘি অভিনীত প্রেমের গল্পের সিনেমা ‘থার্টি সিক্স-টোয়েন্টি ফোর-থার্টি সিক্স’। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য সিনেমাটি নির্মিত হলেও পরে প্রেক্ষাগৃহে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয় বলে গ্লিটজকে জানিয়েছে সিনেমার পরিচালক রেজাউর রহমান।
সিনেমাটি ১৫ অক্টোবর বিকেলে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা দেয়া হয়েছে। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমায় অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি, সৈয়দ জামান শাওন, কারিনা কায়সার।
সিনেমাটি গত জুলাইতে মুক্তি দেওয়ার কথা ছিল। তবে ছাত্র আন্দোলনের জোয়ারে আটকে পড়ে যায় সিনেমাটি। এখন এটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
পরিচালক রেজাউর রহমান গ্লিটজকে বলেন, "সিনেমার নির্মাণশৈলী, আয়োজন ও গল্প বলার ঢং সবই প্রেক্ষাগৃহে মুক্তির উপযোগী। দেশের প্রেক্ষাগৃহে এখন সিনেমা নেই, তাই প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সিদ্ধান্ত নিয়ে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করি। বেশ কয়েকদিন ধরেই সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা দেওয়ার প্রস্তুতি ছিল। গত মঙ্গলবার সিনেমাটি জমা দেওয়া হয়।"
সিনেমার গল্প প্রসঙ্গে পরিচালক বলেন, "এটি একটি তীব্র প্রেমের গল্প। সামাজিক স্টিগমা নিয়ে গল্পটা সাজানো হয়েছে। অনেকটা রমকম ঘরানার। মানুষ দেখে মজা পাবে। বাঙালি বিয়ের অনুষ্ঠানে যা যা হয়, তা দেখানো হয়েছে। একজন ইভেন্ট ম্যানেজারের দিকটাও দেখানো হয়েছে এই গল্পে। এর মধ্যে থেকে দর্শকরা কিছু বার্তাও পাবেন বলে আশা করি।"
এ সিনেমায় প্রিয়ন্তী চরিত্রে অভিনয় করেছেন দীঘি। তাকে এবার ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে বলে জানিয়েছেন রেজাউর।
তার ভাষ্য, "এফডিসি ঘরানার বাইরে গিয়ে দীঘিকে নতুন ভাবে দেখা যাবে। মেয়েটি বাস্তব জীবনে যেমন, এখানেও তেমনটাই দেখানো হয়েছে।"
সিনেমায় সায়রা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কায়সার। একজন মেধাবী ও সফল ওয়েডিং প্ল্যানার হিসেবে পর্দায় আবির্ভূত হবেন তিনি। নতুন বরের ভুমিকায় দেখা যাবে শাওনকে, তার চরিত্রের নাম তাহসির। এই তিনের মধ্যেকার ঘটনা নিয়েই গড়ে উঠেছে সিনেমার কাহিনি।
আরও অভিনয় করেছেন গোলাম কিবরিয়া তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু, রোজী সিদ্দিকী, শামীমা নাজনীন ও আবু হুরায়রা তানভীর।
সিনেমাটি প্রযোজনা করেছেন ওটিটি প্ল্যাটফর্ম চরকি। ’মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের পঞ্চম সিনেমা এটি।
এর আগে এই প্রজেক্টের আওতায় নির্মিত হয়েছে ’সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ’মনোগামী’, ’কাছের মানুষ দূরে থুইয়া’ এবং ’ফরগেট মি নট’।
সেন্সরের গ্রেডিং পাওয়ার পর জানা যাবে সিনেমাটি মুক্তির তারিখ।