‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় নিজের ঘরানার বাইরে গিয়ে চরিত্র করায় জয়ার প্রশংসা করেছেন শ্বেতা বচ্চন।
Published : 29 Jul 2023, 07:16 PM
‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় জাঁদরেল ঠাকুমা চরিত্রে অভিনয়ের জন্য জয়া বচ্চন দারুণ প্রশংসা পেয়েছেন মেয়ে শ্বেতা বচ্চানের কাছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শ্বেতার ভাষ্য হল, এই সিনেমায় গতানুগতিক মায়ের চরিত্রের খোলস থেকে বেরিয়ে এসেছেন জয়া। পাশপাশি বচ্চন কন্যা মনে করেন এই কৃতিত্ব জয়ার পাশাপাশি সিনেমার নির্মাতা করণ জোহরের।
মায়ের প্রশংসা করে শ্বেতা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “তোমার জন্য গর্বিত মা, নিজের ঘরানার বাইরে গিয়ে একটা কাজ করেছ। এভাবেই তুমি এগিয়ে চলো।“
কম বয়সে মিষ্টি নায়িকা, পরে 'কাভি খুশি কাভি গাম' হোক কিংবা 'কাল হো না হো'সহ প্রায় সব সিনেমায় দর্শক জয়াকে পেয়েছেন একজন আদর্শ মা হিসেবে।
‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় জয়া বচ্চন রণবীর সিংয়ের ঠাকুমা, তার অভিনীত চরিত্রের নাম ধনলক্ষ্মী রান্ধাওয়া।
পারিবারিক ব্যবসা ধনলক্ষ্মী মিষ্টির দোকানের দেখভাল তিনিই করেন। প্রভাবশালী, দাপুটে ঠাকুমার কথায় পুরো সংসার চলে। তার কথাতেই সবাই ওঠে আর বসে।
অবশ্য সিনে সমালোচকরা ব্যক্তি জীবনের জয়ার সঙ্গে সিনেমার ধনলক্ষ্মী রান্ধাওয়ার মেজাজের মিল পেয়েছেন।
পান থেকে চুন খসলেই যে চটে যান জয়া, বলিউডে এ কথা কারও অজানা নয়। শোনা যায় বচ্চন পরিবারকে কড়া শাসনে বেঁধে রাখেন তিনি। কোন্দল-বিবাদ এড়াতে অমিতাভ বচ্চন মনে করেন, স্ত্রী যা বলেন তাই ঠিক, তা যাই হোক না কেন।
এছাড়া ঘরের বাইরের নানা অনুষ্ঠানে পাপারাজ্জিদের দেখলেই মেজাজ হারান এই অভিনেত্রী। কখনও তাদের ধমক দিয়ে ওঠেন তো তো কখনো আবার চিৎকার করে ওঠেন।