মঙ্গলবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে লাল পোশাকে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন প্রবীণ এই অভিনেত্রী।
Published : 26 Jul 2023, 06:09 PM
পান থেকে চুন খসলে চটে যান জয়া, বলিউডে এ কথা কারও অজানা নয়। পাপারাজ্জিদের সাথেও দা-কুড়াল সম্পর্ক এই অভিনেত্রীর। কখনো ধমক দিচ্ছেন তো কখনো আবার চিৎকার করে উঠছেন। এবার নিজের নতুন সিনেমার প্রিমিয়ারেই তুলকালাম কাণ্ড ঘটিয়ে বসলেন জয়া।
মঙ্গলবার ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমার প্রিমিয়ার হয়। সেখানে সিনেমার পুরো টিমের সাথে লাল পোশাকে লাল গালিচায় উপস্থিত হয়েছিলেন জয়া বচ্চন।
অনুষ্ঠানে ছিলেন পাপারাজ্জিরাও। তারা প্রবীণ এই অভিনেত্রীকে দেখা মাত্রই বার বার ছবি তোলার জন্য অনুরোধ করতে থাকেন। আর তাতেই অভিনেত্রী মেজাজ হারান বলে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ জানিয়েছে।
চটে গিয়ে অভিনেত্রী বলেন, “আস্তে! আমি কানে শুনতে পাই, বধির নই।”
এর পরপরই ছবি তোলার জন্য অপেক্ষা না করে মেয়ে শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চনের সঙ্গে সোজা সামনের দিকে এগিয়ে যেতে দেখা যায় তাকে।
করণ জোহর পরিচালিত এ সিনেমার মুখ্য চরিত্র রণবীর সিং ও আলিয়া ভাট ছাড়াও প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন রণবীর কাপুর, কারিশমা কাপুর, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ, নেহা ধুপিয়া, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, ইব্রাহিম আলি খান এবং চাঙ্কি পাণ্ডের তারকারা।
করণের এই সিনেমায় আলিয়া এক বাঙালি পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। আলিয়ার চ্যাটার্জি পরিবারের সদস্য শাবানা আজমি, টোটা রায় চৌধুরী, নমিত দাস ও চূর্ণী গাঙ্গুলী।
অন্যদিকে আছে সিনেমায় তার প্রেমিক রণবীরের রান্ধাওয়া পরিবার; সেখানে ধর্মেন্দ্র, জয়া বচ্চন, আমির বশির, ক্ষিতি জোগ ও অঞ্জলি আনন্দকে দেখা গেছে।
আগামী ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানী কী প্রেম কাহানি’ সিনেমাটি।