সাফল্য-ব্যর্থতা এবং গড়পরতা কাজ মিলিয়েই আর্থিক মন্দা কাটিয়ে উঠে আবার দুরন্ত গতিতে ছুটছে বলিউড।
Published : 31 Dec 2023, 01:12 PM
মহামারীর ধকল সামলে ভারতের হিন্দি সিনেমা চেনরূপে ফিরবে, এমন আশা ছিল ২০২৩ সালের শুরুতে। বছর শেষে দেখা গেছে, হিন্দি সিনেমা কেবল পুরনো ছন্দেই ফেরেনি, দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের নানা দেশে বছরজুড়ে দাপট দেখিয়েছেন শাহরুখ খান, রাণবীর কাপুর, সালমান খানরা।
বলিউডি জয়জয়কারে শামিল হয়েছে দক্ষিণও। তামিল-তেলেগু ইন্ডাস্ট্রির মহাতারকা রজনীকান্ত, প্রভাস, বিজয় ধরে রেখেছেন সাফল্যের ধারাবাহিকতা ।
আবার কিছু সিনেমা চিত্রনাট্য, অভিনয় শিল্পী এবং তারকা নির্মাতার জন্য আলোচনায় থাকলেও সুবিধা করতে পারেনি আয়-রোজগারে। এই তালিকায় আছে শাহরুখের ‘ডানকি’, সালমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’।
এ বছরই হারানো গৌরব ফিরে পেয়েছে বলিউডের দেওল পরিবার। আবার ব্যর্থ তারকার সংখ্যাও কম নয়।
সাফল্য-ব্যর্থতা এবং গড়পরতা কাজ মিলিয়েই আর্থিক মন্দা কাটিয়ে উঠে ফের দুরন্ত গতিতে ছুটতে শুরু করেছে বলিউড। বছর শেষে মুভি রেটিং সাইট-আইএমডিবি ২০২৩ সালের সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকা তুলে ধরেছে।
১. জওয়ান
২০২৩ সালে হিন্দি সিনেমার ‘ফেরার’ গল্প শুরু করেন শাহরুখ খান। চলতি বছর মুক্তি পাওয়া এ অভিনেতার দ্বিতীয় সিনেমা ‘জওয়ান’ রয়েছে সবচেয়ে বেশি আয়ের ভারতীয় সিনেমার তালিকার শীর্ষে। আইএমডিবি এ সিনেমাকে বলছে ‘ব্লকবাস্টার’।
৩০০ কোটি রূপি বাজেটের ‘জওয়ান’ গত ৭ সেপ্টেম্বর মুক্তির পর বিশ্ব্যব্যাপী আয় করেছে ১ হাজার ১৫২ কোটি রুপি। এর মধ্যে ভারত থেকে আয় হয়েছে ৬৪০.৮ কোটি রুপি।
শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনা এবং দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় তুমুল অ্যাকশনের এ সিনেমায় শাহরুখকে পাওয়া গেছে দ্বৈত চরিত্রে। নায়িকা ছিলেন দক্ষিণী সুপারস্টার নয়নতারা। আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, প্রিয়ামণি, সুনীল গ্রোভার, যোগী বাবু।
২. পাঠান
‘পাঠান’ চলতি বছরে কেবল শাহরুখ খানেরই প্রথম সিনেমা নয়; বলা যায় যশরাজ ফিল্মসের প্রযোজনা ও নির্মাতা আনন্দ পাঠানের এই সিনেমা দিয়েই বলিউডের হারানো দিন ফিরিয়ে আনার সূচনা করেন শাহরুখ।
২৫০ কোটি রুপি বাজেটের এই সিনেমা জানুয়ারির ২৫ তারিখ মুক্তি পায়। সিনেমাটি ঘরে তুলেছে ১০৫০.৮ কোটি রুপি; এর অর্ধেক, অর্থাৎ ৫৪৩.৪ কোটি রুপি আয় হয়েছে ভারত থেকে।
এ সিনেমায় শাহরুখের নায়িকা দীপিকা পাড়ুকোন। খলনায়কের অভিনয়ে জন আব্রাহাম নিজেকে তুলে ধরেছেন দারুণ দক্ষতায়। তবে মুক্তির আগেই সিনেমাটি দীপিকার গেরুয়া রঙের পোশাকের জন্য নানা মহলের রোষানলে পড়েছিল। ‘পাঠন’কেও ‘ব্লকবাস্টার’ বলছে আইএমডিবি।
৩. অ্যানিমাল
গেল বছর বিশাল বাজেটের ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমা দিয়ে বলিউডকে কিছুটা আলো দেখিয়েছিলেন রাণবীর কাপুর। এবার ‘অ্যানিমাল’ দিয়ে ‘কামাল’ করে দিয়েছেন কাপুর পরিবরের এই প্রজন্মের ছেলেটি।
অ্যাকশন, রক্তপাত, ধারালো সংলাপ, যৌনতা, নারী বিদ্বেষী গল্পের বিতর্ককে সঙ্গে নিয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমাল’ ছুটছে।
দেড়শ কোটি রুপির বাজেট নিয়ে ভাঙ্গা হাত দিয়েছিলেন সিনেমা নির্মাণে। ‘টি-সিরিজের’ প্রযোজনায় মুক্তির পর এক মাসে এই সিনেমা ঘরে তুলেছে ৮৮৪.২ কোটি রুপি; এর মধ্যে ভারত থেকে আয় করেছে ৫৪০.৫ কোটি রুপি।
রাণবীর, রাশমিকা মানাদান, অনিল কাপুরের এই সিনেমা আরও আলোচিত হয়েছে ধর্মেন্দ্র পুত্র ববি দেওলের কারণে। খল চরিত্রে ববির ২০ মিনিটের অভিনয় ফিরিয়ে এনেছে তার হারানো ক্যারিয়ার।
৪. গদর ২
ধর্মেন্দ্রর বড় ছেলে সানি দেওলের ‘গদর ২’ এ বছরের আরেকটি ব্যবসা সফল চলচ্চিত্র। সিনেমাটি মুক্তি পায় গত ১১ অগাস্ট।
মাত্র ৮৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বজুড়ে আয় করেছে ৬৮৭.৮ কোটি রুপি; তবে এই আয়ের বেশিরভাগ, ৫২৫ কোটি রুপি এসেছে ভারত থেকেই।
অনিল শর্মার প্রযোজনা-পরিচালনায় ‘গদর ২’ দিয়ে ম্রিয়মাণ ক্যারিয়ারকে উজ্জ্বল করেছেন সানি। এ সিনেমাতেও সানির সঙ্গী সিনেমান প্রথম কিস্তির নায়িকা আমিশা প্যাটেল, যাকে প্রায় ভুলতেই বসেছিল হিন্দি সিনেমার দর্শকরা। আইএমডিবির তালিকায় ‘গদর ২’ বছরের ‘ব্লকবাস্টার’ সিনেমা।
৫. লিও
দক্ষিণী সিনেমা ‘লিও’ তেমন আলোচনায় না থাকলেও আইডএমডিবির সর্বোচ্চ আয়করী ভারতীয় সিনেমার তালিকায় এর অবস্থান পঞ্চমে।
১৯ আক্টোবর মুক্তি পাওয়া দক্ষিণি সুপারস্টার থালাপতি বিজয়ের ২২৫ কোটি রুপি বাজেটের ‘লিও’ ৬১৮.৫ কোটি রূপি আয় করেছে।
তবে মুক্তির আগেই স্যাটেলাইট, ডিজিটাল ও মিউজিক স্বত্ব বিক্রি করে ২১৫ কোটি রুপি আয় করে খবরের শিরোনাম হয়েছিল ‘লিও’।
দক্ষিণের খ্যাতনামা পরিচালক লোকেশ কনগরাজ এ সিনেমাটি পরিচালনা করছেন, প্রযোজনায় ছিলেন এস এস ললিত কুমার ও জগদীশ। তামিল সিনেমাটিকে ‘ব্লকবাস্টার’ ’ বলছে আইএমডিবি।
৬. জেলার
‘ব্লকবাস্টার’ সিনেমা ‘জেলার’ দিয়ে দুবছর পর বড় পর্দায় ফিরেছেন দক্ষিণের মহাতারকা রজনীকান্ত।
১৮০ কোটি রুপি বাজেটের ‘জেলার’ নানা দেশ থেকে আয় করেছে ৬০৫.৮ কোটি রুপি। এ সিনেমা মুক্তির আগেই ১২৩ কোটি রুপি আয় করে।
সান পিকচার্সের প্রযোজনায় রজনীকান্ত অভিনীত ১৬৯তম সিনেমা হল ‘জেলার’। নেলসন দিলীপকুমার পরিচালিত 'জেলার' একটি অ্যাকশন ফিল্ম।
গত ১০ অগাস্ট মুক্তি পাওয়া ‘জেলার’ থালাইভা খ্যাত রজনীকান্তের ‘এনথিরান’ সিনেমার সিক্যুয়েল, যা ২০১০ সালে ব্লকবাস্টার হয়েছিল।
‘জেলার’-এ এই মহাতারকার সঙ্গে শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, সুনীল, রাম্য কৃষ্ণন, তামান্না ভাটিয়া, যোগী বাবু, বসন্ত রবি, মোহনলালের মত তারকাদের পাওয়া গেছে।
৭. সালার
বছর শেষে দক্ষিণী সিনেমা ‘সালার’ দিয়ে নিজের ক্যারিয়ারকে ভাটা থেকে জোয়ারে ফিরিয়েছেন দক্ষিণী তরাকা প্রভাস রাজু।
‘কেজিএফ’ নির্মাতা প্রশান্ত নীল তার ‘সালার: পার্ট ওয়ান সিজফায়ার’ সিনেমাটি তৈরি করেন ৩০০ কোটি রূপিতে। ২২ ডিসেম্বর মুক্তির পর থেকে ‘পিরিয়ডধর্মী’ অ্যাকশন সিনেমা ‘সালার’ বিশ্বের নানা দেশে ৫০০.১ কোটি রুপির ব্যবসা করেছে।
সিনে বিশ্লেষকদের অনেকে বলছেন, প্যান ইন্ডিয়া সিনেমা ‘সালার’ এর মধ্য দিয়ে ‘বাহুবলীর’ প্রভাস ফিরে এসেছেন। ধারণা করা হয়েছিল, একদিন আগে মুক্তি পাওয়া শাহরুখের ‘ডানকি’র দাপটে বিপাকে পড়তে পারে ‘সালার’। কিন্তু ঘটেছে উল্টো।
শাহরুখের বছরের তৃতীয় সিনেমা থেকে অনেকটা এগিয়ে আছে ‘সালার’। সিনেমাটি প্রযোজনা করেছে বিজয় কিরঙ্গাডুর।
৮. টাইগার থ্রি
দর্শক ও সিনে বিশ্লেষকদের ব্যাপক আগ্রহের জায়গা নিয়েছিল বলিউডি সিনেমা ‘টাইগার থ্রি’। ভাইজান সালামান খান ও তার সাবেক প্রেমিকা নায়িকা ক্যাটরিনা কাইফের এ সিনেমায় অ্যাকশন, চিত্রনাট্য, নাচ-গান কোনোদিকেই খামতি ছিল না। কিন্তু আয়ের দিক দিয়ে তালিকার প্রথম দিকে থাকতে পারেনি ‘টাইগার থ্রি’।
‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তির বাজেট ছিল আড়াইশো কোটি রুপি। আয় হয়েছে ৪৬৬ কোটি রূপি। এই আয়ের মধ্যে ভারত থেকে এসেছে ২৮৪.২ কোটি রুপি।
গুপ্তচর অবিনাশ সিং রাঠোর ও পাকিস্তানি গুপ্তচর জোয়ার গল্পের এই সিনেমটা আইএমডিবির ‘হিট’ তালিকায় রাখা হয়েছে। আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ইউনিভার্সের এই সিনেমা মুক্তি পায় ১১ নভেম্বর। সিনেমাটি পরিচালনা করেছেন মণীশ শর্মা।
৯. আদিপুরুষ
সিনেমায় অতিরিক্ত ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবহার, সংলাপ, দৃশ্য এবং রাবণের লুক নিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সমালোচনায় জেরবার হয়েছে ‘আদিপুরুষ’।
চলতি বছরের ১৬ জুন মুক্তি পায় ‘টি-সিরিজের’ সিনেমাটি। নির্মাতা ওম রাউত হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় রাম-রাবণ-সীতার কাহিনী তুলে ধরেন এ সিনেমায়।
এখানে ‘রাম’ হয়েছেন দক্ষিণী সুপারস্টার প্রভা রাজু, ‘সীতা’র চরিত্রে বলিউডের কৃতি শ্যানন এবং ‘রাবণ’ হন সাইফ আলী খান।
৪০০ কোটি রুপি খরচের পুরোটা তুলতে পারেনি ‘আদিপুরুষ’। সারা বিশ্বে মুক্তির পর এ সিনেমাটি আয় করেছে ৩৯৫ কোটি রুপি। অথচ মুক্তির আগে সিনেমাটি নানা মাধ্যম থেকে ২৪০ কোটি রুপি আয় করেছিল।
আইএমডিবি ‘আদিপুরুষ’কে বলছে ‘ফ্লপ’ সিনেমা।
১০. রকি আউর রানি কি প্রেম কাহানি
আইএমডিবির ‘হিট’ তালিকার সিনেমায় ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ বছরের অন্যতম আলোচিত সিনেমা। এর মূল কারণ এই সিনেমা দিয়ে নির্মাতা-প্রযোজক করণ জোহর সাত বছর পর নির্মাণে ফিরেছেন।
দেড়শ কোটি রুপি বাজেটের ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’ বিশ্বজুড়ে আয় করেছে ৩৫৭ কোটি রুপি। আর ভারত থেকে এই সিনেমার আয়ের অংক ১৫৩.৫ কোটি রুপি।
বাঙালি ‘চ্যাটার্জি’ ও পাঞ্জাবি ‘রান্ধাওয়া’ পরিবারের দুই ছেলেমেয়ের প্রেম এবং পরিণয়ে দুই পরিবারের আলাদা আলাদা সংস্কৃতির জটিলতা সিনেমায় তুলে ধরেছেন করণ।
এ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রাণবীর সিং। হিন্দি সিনেমার বর্ষীয়ান তারকা জয়া বচ্চন, শাবানা আজমী, ধর্মেন্দ্রকেও এক ছাদের নিচে এনেছেন নির্মাতা।
এছাড়া কলকাতার চূর্ণি গাঙ্গুলি ও টোটা রায় চৌধুরীর অভিনয় এই সিনেমায় প্রশংসিত হয়েছে। ২৮ জুলাই মুক্তি পাওয়া সিনেমাটি প্রযোজনা করেছেন করণ জোহর, অপূর্ব মেহতা ও হিরো জহর।