Published : 17 Feb 2023, 04:12 PM
বলিউড তারকা কার্তিক আরিয়ান ও কৃতি শ্যাননের সিনেমা ‘শেহজাদা’ মুক্তি পেয়েছে। আর মুক্তির দিনে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে কার্তিক বলেছেন, সিনেমা দেখে হাসতে হাসতে কাপড় ভিজে যাওয়ার মত দুর্ঘটনা ঘটে যেতে পারে।
ভিডিওটিতে একটি শিশুকে ফোন করতে দেখা গেছে কার্তিককে। আলাপের সময় শিশুকে কার্তিক বলেন, “অ্যাকশন ছবি, ভয়ের নয়। হাসতে হাসতে পেটে খিল ধরে যেতে পারে, তাই একটা ডায়াপার সঙ্গে এনো। ভিজেও যেতে পারে!”
ওই ভিডিওতেই ‘শেহজাদা’র প্রথম দিনের শো’র টিকেট বুকিং করলে একটি টিকিটের সঙ্গে আর একটি পাওয়া যাচ্ছে বলে জানান কার্তিক।
টাইমস অব ইন্ডিয়া বলছে, বলিউডে হিন্দি সিনেমার মন্দাকালেও কার্তিকের সিনেমা মানেই ‘হিট’ ছিল। এমনকি শাহরুখের ‘পাঠান’ সিনেমার ট্রেইলারকে টপকে কার্তিকের ‘শেহজাদা’র ট্রেইলার ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নেয়। সেই ‘শেহজাদা’ মুক্তি পেয়েছে শুক্রবার।
‘শেহজাদা’ মুক্তির প্রথম তারিখ ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু গত ২৫ জানুয়ারি শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির পর বদলে যায় পরিস্থিতি।
‘পাঠান’ মুক্তির পর থেকে বক্স অফিসে দারুণ ব্যবসা করায় ‘শেহজাদা’ নির্মাতা রোহিত ধাওয়ান মনে করেন, এই সময়টি আরেকটি বড় বাজেটের সিনেমা মুক্তির জন্য ‘অনুকূল’ নয়। এছাড়া কার্তিকও তার প্রিয় অভিনেতা শাহরুখ খানের সম্মানে নিজের সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার পক্ষে ছিলেন।
নানা কারণে ‘শেহজাদা’ আলোচিত। ‘শেহাজাদা’ হল আল্লু অর্জুনের তেলেগু সিনেমা ‘অলা বৈকুণ্ঠপুরমুলু’র হিন্দি রিমেক।
২০১৯ সালে প্রথম ‘লুকা ছুপি’তে জুটিবদ্ধ হওয়ার চার বছর পর শেহজাদায় তারা আবার পর্দা ভাগ করে নিলেন কার্তিক ও কৃতি শ্যানন । এ সিনেমায় আরও রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা ও রোহিত রায়।
পুরনো খবর:
কার্তিক-কৃতির ‘শেহজাদা’র পোস্টার প্রকাশ
‘শাহরুখের সম্মানে’ শেহজাদা মুক্তি পিছিয়ে দিলেন কার্তিক
‘শেহজাদা’র প্রচারে গুজরাটের মকর সংক্রান্তির উৎসবে কৃতি-কার্তিক