আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।
Published : 15 Jan 2023, 09:33 PM
‘শেহজাদা’র প্রচারে গুজরাটের কচ্ছ জেলায় হাজির হলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান ও অভিনেত্রী কৃতি শ্যানন।
শনিবার সেখানে মকর সংক্রান্তি উৎসবের ডামাডোলে নিজেদের পরবর্তী সিনেমার প্রচার তারা সেরে ফেলেন বলে এনডিটিভি জানিয়েছে।
রোববার ইনস্টাগ্রামে সেই উৎসবের একটি ভিডিও শেয়ার করেন কার্তিক। তাতে গাড়ির বনেটের উপর অভিনেতাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, তার হাতে ধরা বিশাল এক ঘুড়ি, যাকে ইংরেজিতে লেখা ‘শেহজাদা’।
শনিবার উৎসবের একটিও ছবিও ইনস্টাগ্রামে শেয়ার করেন কার্তিক। ক্যাপশনে লেখেন, “শেহজাদার পক্ষ থেকে মকর সংক্রান্তির শুভেচ্ছা তোমাদের।”
একই দিনে পাঞ্জাবের জলন্ধরে লোহরি উৎসবে প্রচারে যান কার্তিক, পর্দা সঙ্গী কৃতি সেখানেও তার সঙ্গী ছিলেন।
ঢোলের বাজনা থেকে শুরু করে লোহরির আচার-অনুষ্ঠানে অংশ নেন তারা। ইনস্টাগ্রামে উৎসবের একটি ভিডিও শেয়ার করে কার্তিক লেখেন, “শেহজাদার তরফ থেকে সবাইকে লোহরির শুভেচ্ছা। পাঞ্জাবে আমার প্রথম লোহরি উদযাপন।”
২০১৯ সালে প্রথম ‘লুকা ছুপি’তে জুটিবদ্ধ হয়েছিলেন কৃতি-কার্তিক। চার বছর পর শেহজাদায় তারা আবার পর্দা ভাগ করে নিচ্ছেন। এই সিনেমায় আরও রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা ও রোহিত রায়।
রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
শেহজাদা হল আল্লু অর্জুনের তেলেগু সিনেমা ‘অলা বৈকুণ্ঠপুরমুলু’র হিন্দি রিমেক। তেলেগু সিনেমাটিতে আল্লু অর্জুন এবং পূজা হেগডে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন।