Published : 12 Feb 2023, 12:15 PM
মুক্তির পাঁচ দিন আগে ‘শেহজাদা’ সিনেমার পোস্টার স্যোশাল মিডিয়ায় শেয়ার করেছেন সিনেমারটির নায়ক ও নায়িকা কার্তিক আরিয়ন ও কৃতি শ্যানন।
রোববার ইনস্টাগ্রামে বলিউডের এই দুই তারকা ছাড়াও সিনেমায় অভিনয় করা অন্যরা ‘শেহজাদা’র পোস্টার শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।
পোস্টারটি শেয়ারের সাথে সাথে কৃতি ও কার্তিকের ভক্ত-অনুরাগীদের মধ্যে সাড়া পড়ে যায়। ভালোবাসার ইমোজি দিয়ে একজন লেছেন, “আর অপেক্ষা করা যায় না।”
আরেকজনের মন্তব্য, “‘লুকা ছুপি’ সিনেমায় দুজনের অভিনয় ছিল দেখার মত।“
‘শেহজাদা’ দক্ষিণি সিনেমার ‘রিমেক’ বলে সমালোচনাও হচ্ছে ইনস্টাগ্রামে।
সমালোচনাকারীদের কথা হল, রিমেক নয়, মৌলিক গল্পের সিনেমায় কার্তিকদের তারা দেখতে চান।
‘শেহজাদা’ মুক্তি পাবে ১৭ ফেব্রুয়ারি, সিনেমাটি মুক্তির প্রথম তারিখ ছিল ১০ ফেব্রুয়ারি। কিন্তু গত ২৫ জানুয়ারি শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির পর বদলে যায় পরিস্থিতি।
‘পাঠান’ মুক্তির পর থেকে বক্স অফিসে দারুণ ব্যবসা করায় ‘শেহজাদা’ নির্মাতা রোহিত ধাওয়ান মনে করেন, এই সময়টি আরেকটি বড় বাজেটের সিনেমা মুক্তির জন্য ‘অনুকূল’ নয়। এছাড়া কার্তিকও তার প্রিয় অভিনেতা শাহরুখ খানের সম্মানে নিজের সিনেমা মুক্তির তারিখ পিছিয়ে দেওয়ার পক্ষে ছিলেন।
নানা কারণে ‘শেহজাদা’ আলোচিত। ‘শেহাজাদা’ হল আল্লু অর্জুনের তেলেগু সিনেমা ‘অলা বৈকুণ্ঠপুরমুলু’র হিন্দি রিমেক।
জানুয়ারি মাসে শাহরুখের ‘পাঠান’ সিনেমার ট্রেইলারকে টপকে কার্তিক ও কৃতি শ্যানন অভিনীত ‘শেহজাদা’র ট্রেইলার ভারতের ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছিল।
আর এ সিনেমার বড় আকর্ষণ হল নায়ক কার্তিক। বলিউডে এখন কার্তিক মানেই ‘হিট’ সিনেমা।
২০১৯ সালে প্রথম ‘লুকা ছুপি’তে জুটিবদ্ধ হয়েছিলেন কৃতি-কার্তিক। চার বছর পর শেহজাদায় তারা আবার পর্দা ভাগ করে নিচ্ছেন। এ সিনেমায় আরও রয়েছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা ও রোহিত রায়।
‘শাহরুখের সম্মানে’ শেহজাদা মুক্তি পিছিয়ে দিলেন কার্তিক
‘শেহজাদা’র প্রচারে গুজরাটের মকর সংক্রান্তির উৎসবে কৃতি-কার্তিক