“এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে, আমি বুঝতে পারছিলাম না, কীভাবে নাচব।”
Published : 23 Dec 2024, 11:33 PM
মুক্তির পর থেকে বক্স অফিস কাঁপিয়ে দেওয়া আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার ‘পিলিংস’ গানের শুটিং করতে গিয়ে নায়কের প্রায় কোলে উঠে নাচতে হয়েছিল নায়িকা রাশমিকা মানদানাকে।
ওই নাচ নিয়ে দারুণ ‘টেনশনেও’ ছিলেন বলে জানিয়েছেন রাশমিকা।
‘পিলিংস’ শিরোনামের ওই গানের নাচে সাহসী দৃশ্যে দেখা গেছে ভারতের দক্ষিণের এই অভিনেত্রীকে।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকা বলেছেন, ‘পিলিংস’ নিয়ে তিনি বেশ ‘চাপে’ ছিলেন।
সিনেমা মুক্তির কয়েকদিন আগে গানের শুটিং শেষ করতে তারা হাতে পেয়েছিলেন পাঁচদিন।
রাশমিকা বলেন, “আমি তো নাচের ভঙ্গিমার কথা শুনেই নাকি আঁতকে উঠেছিলাম। তারপর নাচের মহড়ার ভিডিও দেখে টেনশনে পড়ে যাই। ভাবছিলাম কী হচ্ছে এসব! আমাকে তো অর্জুন স্যরের কোলে উঠে নাচতে হবে মনে হচ্ছে।”
কেবল ‘পিলিংস’ গানে নয়, সিনেমার আরো কয়েকটি দৃশ্যেও রাশমিকাকে কোলে তুলতে হয়েছে অর্জুনকে।
রাশমিকা বলেছেন, তার ভীষণ ভয় কাজ করত কোলে ওঠা নিয়ে।
তিনি বলেন, “আমাকে কোলে তুললে খুব ভয় লাগে। আর এই গানে পুরোটাই কোলে উঠে নাচ রয়েছে। আমি বুঝতে পারছিলাম না, কী ভাবে নাচব। তারপর কাজটা করব বলে সিদ্ধান্ত নেই।”
রাশমিকা মনে করেন, আত্মবিশ্বাসের অভাব থাকলে কাজ করা যায় না।
“একজন শিল্পী হিসেবে আমি বিশ্বাস করি চরিত্রের প্রয়োজনে অভিনয় করাই আমার কাজ। আবার পরিচালককেও আমার কাজের মাধ্যমে সন্তুষ্ট করতে হবে। এটাই তো আমার রুজিরুটি।”
গত ৪ ডিসেম্বর মুক্তি পেয়েছে দক্ষিণী পরিচারক সুকুমারের এই সিনেমাটি। মুক্তির পর থেকে বিশ্বব্যাপী ১৫০০ কোটি রুপি ঘরে তুলেছে ‘পুষ্পা: দ্য রুল’।
২০২১ সালে ‘পুষ্পা: দ্য রাইজ’ বক্স অফিসে ঝড় তোলার পর দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’র ঘোষণা আসে গত বছর।
তবে কেবল জনপ্রিয় সিনেমার সিকুয়েল বা অর্জুনের উপস্থিতির জন্য, মুক্তির পর থেকে সিনেমা দেখতে গিয়ে প্রেক্ষাগৃহে পদদলিত হয়ে এক নারীর মৃত্যু এবং তার ছেলের গুরুতর অসুস্থতা, অর্জুনের বিরুদ্ধে মামলা, তাকে গ্রেপ্তার ও জামিন নিয়ে ‘পুষ্পা: দ্য রুল’ দারুণ আলোচনায় আছে।
আরও পড়ুন:
আল্লুর অ্যাকশনের ঝলক 'পুষ্পা ২'র ট্রেইলারে
'পুষ্পা ২'র প্রিমিয়ারে পদপিষ্ট শিশু ভেন্টিলেশনে
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
'পুষ্পা ২' দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন
'পুষ্পা ২' সিনেমার প্রদর্শনী চলাকালে প্রেক্ষাগৃহে ফের মৃত্যু!