হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শীতেজের জ্বর কমলেও তার স্নায়বিক অবস্থার কোনো উন্নতি ‘দেখা যাচ্ছে না’।
Published : 18 Dec 2024, 05:36 PM
ভারতের দক্ষিণী তারকা আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ার শোয়ে পদদলিত শিশুটির অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এনডিটিভি লিখেছে ৯ বছর বয়সী শ্রীতেজকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালেন নিবিঢ় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে রেখে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসের ব্যবস্থা করা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শীতেজের জ্বর কমলেও তার স্নায়বিক অবস্থার কোনো উন্নতি ‘দেখা যাচ্ছে না’।
কেআইএমএস হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, “শিশুটিকে যখন হাসপাতলে আনা হয়েছিল, তখন তার শ্বাসপ্রশ্বাস অনিয়মিত ছিল। তখন তাকে অক্সিজেন দেওয়া হয়। এরপর গত ১০ তারিখ থেকে অক্সিজেন দেওয়ার আর প্রয়োজন পড়েনি। কিন্তু ১২ তারিখে আবার অক্সিজেন দিতে হয়। এখন তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে।“
হায়দরাবাদের পুলিশ কমিশনার সিভি আনন্দ এর আগে বলেছিলেন ঘটনার সময় পদদলিত হয়ে আঘাত পেয়ে শীতেজের ‘মস্তিষ্ক কার্যক্ষমতা হারিয়েছে’। ছেলেটির সেরে উঠতে আরো সময় লাগবে বলে জানিয়েছিলেন পুলিশের এই কর্মকর্তা।
ওই সন্ধ্যায় শীতেজ তার মা রেবতীর সঙ্গে অর্জুনের পুষ্পা ২: দ্য রুল’ দেখতে গিয়েছিলেন হায়দ্রাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লীর সন্ধ্যা থিয়েটারে।
ওই রাতে সাড়ে ১০টার দিকে সিনেমার নায়ক আল্লু অর্জুন হঠাৎ করে সন্ধ্যা থিয়েটারে হাজির হন, তার অনুরাগীদের দেখা দিতে। সঙ্গে ছিল নায়কের নিরাপত্তা টিমও।
ওই সময় অর্জুনকে সামনাসামনি এক নজর দেখতে দর্শকদের মধ্যে হুড়োগুড়ি পড়ে যায়, বাইরে থেকেও নায়কের সঙ্গে দর্শকরা ভেতরে ঢুকতে চেষ্টা করে। তখন ওই ভিড়ে পদদলিত হয়ে মারা যান শ্রীতেজের মা রেবতী।
আর ভিড়ের মধ্যে দমবন্ধ হয়ে চেতনা হারিয়েছিল শ্রীতেজ।
এই ঘটনায় রেবতীর পরিবার অর্জুনের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। পাশাপাশি তার নিরাপত্তা দল এবং থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ।
নিহতের পরিবারের অভিযোগ, অর্জুন কোনো আগাম খবর না দিয়ে সন্ধ্যা থিয়েটারে প্রবেশ করেন। এছাড়া ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষও নিরাপত্তাজনিত কোনো ব্যবস্থাও নেয়নি।
পুলিশও প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বলেছে, অর্জুনের মত বড় তারকার নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের জন্য কোনো বিশেষ ব্যবস্থা রাখেনি।
নিরাপত্তা টিম বা দলবল নিয়ে অভিনেতার প্রেক্ষাগৃহে প্রবেশ এবং প্রস্থানের জন্য আলাদা কোনো দরজাও সেখানে নেই। অভিনেতার সঙ্গে বাইরে থেকে আরো দর্শক যখন ভেতরে ঢোকার চেষ্টা করেন, অর্জুনের নিরাপত্তা কর্মীরা উত্তেজিত জনতাকে ধাক্কা মারেন। ফলে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
মামলা দায়েরের পর গত বুধবার বাতিল আদেশ চেয়ে হাই কোর্টে আবেদনও করেছিলেন অর্জুন।
তবে তাতে রক্ষা পাননি এই নায়ক। সন্ধ্যা প্রেক্ষাগৃহের ওই ঘটনায় শুক্রবার গ্রেপ্তার হন আল্লু। ওই দিনই তেলঙ্গানা হাই কোর্ট অন্তর্বর্তী জামিন দেয় আল্লুকে। কিন্তু শুক্রবার রাতটা সংশোধনাগারে থাকতে হয়েছে পর্দার পুষ্পাকে। পরে শনিবার সকাল সকাল বাড়ি ফেরেন আল্লু।
রেবতীর মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই গত সোমবার পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রদর্শনী চলাকালে আবারও এক জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। অন্ধ্র প্রদেশের রায়াদুর্গমের একটি প্রেক্ষাগৃহে ৩৫ বছর বয়সী হরিজনা মধন্নাপ্পার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন গ্রেপ্তার
'পুষ্পা ২' দেখতে গিয়ে নারীর মৃত্যু, ২৫ লাখ রুপি দিচ্ছেন অর্জুন
'পুষ্পা ২' সিনেমার প্রদর্শনী চলাকালে প্রেক্ষাগৃহে ফের মৃত্যু!