ভারতের দক্ষিণী সিনেমার নায়ক আল্লু অর্জুন 'পুষ্পা ২: দ্য রুল' সিনেমায় কতটা অ্যাকশনে থাকবেন তার ঝলক এসেছে সিনেমার ট্রেইলারে। সুকুমার পরিচালিত এই সিনেমার দুই মিনিট ৪৭ সেকেন্ডের ট্রেইলারে আছে প্রেম এবং এবং পুষ্পারাজের কিছু সংলাপও। ডিসেম্বরের ৫ তারিখে প্রেক্ষাগৃহের পর্দায় আসছে আল্লু অর্জুন ও রাশমিকা মানদানা অভিনীত এই সিনেমাটি। তেলেগু, হিন্দি, তামিল, কন্নড়, মালায়ালাম ও বাংলা ভাষায় মুক্তি পাবে 'পুষ্পা ২: দ্য রুল'।
Published : 18 Nov 2024, 12:30 PM