“একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়; এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।"
Published : 08 Jan 2025, 10:48 AM
ব্যক্তিজীবন নিয়ে কদিন ধরেই আলোচনায় রয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। এর মধ্যেই এই শিল্পী প্রকাশ করলেন নিজের কথা-সুরে গাওয়া নতুন গান ‘একা ঘর আমার’।
এই গানে তাহসানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সিঁথি সাহা। গানের ভিডিওতে মডেল হয়েছেন গায়ক-গায়িকা দুজনে।
গানটি প্রকাশ হয়েছে অনুপম রেকর্ডিংয়ের ইউটিউব চ্যানেলে।
গান প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তাহসান বলেন, "প্রতিবছরই কাজের পরিকল্পনা করি। যদিও গতবছর মাত্র দুটি গান করেছি। তবে এ বছর অনেক বেশি গানের পরিকল্পনা করেছি। “
তাহসান জানিয়েছেন বছরের প্রথম মাসের জন্য তিনি চারটি গান করেছেন। এর মধ্যে 'একা ঘর আমার’ গানটি দিয়ে’ প্রচার শুরু হল।
গানের প্রেক্ষাপটে তাহসান প্রেম, স্বপ্নভঙ্গের যন্ত্রণা এবং ভালোবাসা-ঘৃণা এই দুই অনুভূতির কথা বলেছেন।
তিনি বলেন, "মানুষ যখন কারও প্রেমে পড়ে, অনেক প্রত্যাশা থাকে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হলে কষ্ট হয়। ততোদিনে অনেক বড় ভুল হয়ে যায়। এমনও হয়, আপনি যাকে ভালোবাসেন সে যে কষ্টটা দিয়েছে, সেটি আপনি পুষে রাখছেন।
"আপনি কষ্টে চুরমার হয়ে যাচ্ছেন কিন্তু ভালোবাসা থেকে মুখ ফেরাতে পারছেন না। একজন মানুষকে ভালোবাসি, আবার ঘৃণাও করি, এমন কিন্তু হয়। এমন একটা অনুভূতি থেকে এই গানটা লেখা-সুর করা।"
গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। তারাও প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
‘একা ঘর আমার’ গান নিয়ে সিঁথি সাহা বলেন, "তাহসান ভাইয়া যেমনটা বলছিলেন, প্রেম যতদিন থাকবে, স্যাডনেস ততদিন থাকবে। এই গানটাও স্যাড রোমান্টিক। চমৎকার একটি গান। আশা করছি শ্রোতারা মনের ও চোখের আরাম পাবেন।"
‘একা ঘর আমার’ গানটি প্রযোজনা করেছে অনুপম রেকর্ডিং মিডিয়া। সিনেমাকেন্দ্রিক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি গত চার দশকে এবারই প্রথম মৌলিক কোনো গান প্রযোজনায় এসেছে।
অনুপম রেকর্ডিং মিডিয়ার স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, "৪০ বছর ধরে আমরা সিনেমা ও গানের সঙ্গে আছি। চেষ্টা করেছি বাংলা সিনেমা ও গানের উন্নয়ন ও বিকাশে কাজ করে যেতে। যদিও এতকাল আমরা সিনেমার বাইরে মৌলিক গান করিনি।
"তবে এই গানটি দিয়ে আমরা সেই পথে এখন থেকে হাঁটা শুরু করলাম।"
আনোয়ার হোসেন বলেছেন, তাদের প্রযোজনা প্রতিষ্ঠান চাইছে মানসম্মত আধুনিক বাংলা গান নিয়ে কাজ করতে।
এ কাজে সংশ্লিষ্টদের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন আনোয়ার হোসেন।
নতুন যাত্রায় তাহসান ও সিঁথিকে পাশে পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
বিয়ের গুঞ্জনের মধ্যে রোজার সঙ্গে ছবি দিয়ে তাহসান বললেন, 'সেই তুমি কে?'