সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন, তাতে এই রোজার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান। তবে দিনভর তাহসান বা রোজা কারও পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হয়নি।
Published : 04 Jan 2025, 11:22 PM
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিয়ের গুঞ্জন ওঠার মধ্যে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন গায়ক তাহসান খান, যেখানে বিয়ে নিয়ে ‘হ্যাঁ-না’ কিছুই জানাননি তিনি।
শনিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে একটি ছবি শেয়ার করেন তাহসান; যেখানে তার সঙ্গে যে নারী রয়েছেন, তার নাম রোজা আহমেদ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুঞ্জন, তাতে এই রোজার সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তাহসান। তবে দিনভর তাহসান বা রোজা কারও পক্ষ থেকে এ বিষয়ে কিছু বলা হয়নি।
সন্ধ্যায় কিছুটা নিরবতা ভাঙেন তাহসান। তাদের দুজনের একটি ছবি জুড়ে দিয়ে নিজের গাওয়া একটি গানের কয়েকটি লাইন পোস্ট করেন তিনি।
এতে তিনি লেখেন, “কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে/ আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন/ ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?"
বিয়ের গুঞ্জনের বিষয়ে জানতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে একাধিকার ফোন করেও তাহসানের সাড়া পাওয়া যায়নি। যোগাযোগ করা যায়নি রোজা আহমেদের সঙ্গেও।
অভিনেত্রী মিথিলার সঙ্গে ২০০৬ সালের ৭ অগাস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তাদের একটি কন্যাসন্তান হয়।
২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তাহসান ও মিথিলা। পরে মিথিলা ভারতের চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন।