রামায়ণের গল্পে নির্মিত 'রামায়ণ: দ্য লিজেন্ড অব প্রিন্স রামা' কাল্ট ক্ল্যাসিক সিনেমার মর্যাদা পায়।
Published : 30 Nov 2024, 08:46 PM
বলা হয়ে থাকে সিনেমার মূল সাফল্য নির্ভর করে গল্পের উপর, অর্থাৎ ভালো চিত্রনাট্য নাকি দর্শক ধরে রাখতে বাধ্য। আবার কারো কারো ধারণা পাত্র-পাত্রীর অভিনয় দক্ষতাই মূল বিষয়। তবে ভারতে একই গল্পের দুই সিনেমা থেকে পরস্পর বিপরীতধর্মী ফলাফল পাওয়া গেছে।
ডিএনএ লিখেছে, রামায়ণের গল্পে নির্মিত 'রামায়ণ: দ্য লিজেন্ড অব প্রিন্স রামা' ‘কাল্ট ক্ল্যাসিক সিনেমার মর্যাদা পায়’।
অন্যদিকে রামায়ণের রাম-সীতা-রাবণের কাহিনী তুলে ধরা বিশাল বাজেটের দক্ষিণ ভারতের সিনেমা ‘আদিপুরুষ’ মুখ থুবড়ে পড়ে।
ইন্দো-জাপানিজ অ্যানিমেশন ফিল্ম 'রামায়ণ: দ্য লিজেন্ড অব প্রিন্স রামা' তৈরি হয় ১৯৯২ সালে।
আইডিএমের রেটিংয়ে এই সিনেমাটির পয়েন্ট দেখা গেছে ১০ এর মধ্যে ৯.২। যা ভারতীয় সিনেমার ইতিহাসে ‘অনন্য’।
জাপানি নির্মাতা কোইচি সাসাকি ও ভারতীয় পরিচালক রাম মোহনের নির্মাণে এই সিনেমার হিন্দি সংস্করণে অভিনেতা অরুণ গোভিল, শত্রুঘ্ন সিনহা ও অমরীশ পুরী কণ্ঠ দিয়েছেন।
অন্যদিকে রামায়ণের গল্পে ৭০০ কোটি রুপি বাজেট নিয়ে পরিচালক ওম রাউত ‘আদিপুরুষ’ বানালেও তা সন্তুষ্ট করেনি দর্শকদের।
সমালোচকদের মধ্যে অনেকে ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘আদিপুরুষ’কে ওই বছরের ‘শ্রেষ্ঠ বাজে সিনেমাও’ বলেছেন।
হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষা মুক্তি পাওয়া পৌরাণিক এই সিনেমায় ‘রাম’ চরিত্রটির রূপায়ন করছেন দক্ষিণী সুপারস্টার প্রভাস, আর সীতার চরিত্রটি করছেন হিন্দি সিনেমার অভিনেত্রী কৃতি শ্যানন। এ সিনেমা দিয়েই প্রথম জুটি বেঁধেছেন তারা। রাবণ চরিত্রে রয়েছেন বলিউডের আরেক অভিনেতা সাইফ আলী খান।
‘আদিপুরুষ’ টিম প্রথমে সমস্যায় পড়ে টিজার প্রকাশের পর। সে সময় হিন্দু দেব-দেবীদের ‘ভুলভাবে’ উপস্থাপন এবং বিকৃত রূপে দেখানো হয়েছে বলে সর্ব ব্রাহ্মণ মহাসভা অভিযোগ তোলে।
তাদের ভাষ্য ছিল ‘আদিপুরুষ’ মূলত রামায়ণের ‘ইসলামাইজেশন’। পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রেখে উকিল নোটিসও দেওয়া হয়েছিল। এছাড়া ‘তথ্য বিকৃতির’ অভিযোগ করেছিলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতারাও।
ওই সময় সমস্যা তুঙ্গে ওঠে একটি সাক্ষাৎকারে সাইফের বক্তব্য ঘিরে। তিনি বলেছিলেন, “রামায়ণের মূল প্লটকে অন্যদিক থেকে দেখা হয়েছে। এখানে রাবণের মানবিক দিকটি তুলে ধরা হবে। সীতাহরণের ঘটনাটির ন্যায্যতাও দেখানো হবে এই ছবির মাধ্যমে। ছবির বক্তব্য, গোটা ঘটনাই শুরু হয়েছে শূর্পণখার নাক কেটে দেওয়ার ফলে।”
এরপরই সোশ্যাল মিডিয়ায় বহু মানুষের ‘রোষানলে’ পড়েন সাইফ। ‘রাবণ’ চরিত্রে সাইফের দাড়ি, ছোট করে ছাটা চুল আর কাজল দেওয়া চোখ নিয়ে আপত্তি তোলেন কেউ কেউ। সমালোচনার চোটে সোশ্যাল মিডিয়ায় বক্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেন পতৌদি নবাব পরিবারের পুত্র সাইফ।
বাদ যাননি রাম চরিত্র করা ‘বাহুবলী’ খ্যাত নায়ক প্রভাসও। নিন্দুকদের ভাষ্য ছিল, ‘প্রভাসের চেহারা রাম নয়, কর্ণের মত’। সমালোচনার ঝড় বয়ে গেছে সিনেমার ‘ভিএফএক্স’ ঘিরেও। অভিযোগ ওঠে যে দুর্বল মানের ভিভিএক্স এই সিনেমায় ব্যবহার করা হয়েছে।