ভাইরাল ভিডিওতে অন্য রূপে অরিজিৎ

এবারের কালীপূজা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্বপরিবারে উদযাপন করেছেন অরিজিৎ। সেখানকার মন্ডপে পূজার দেয়ার কিছু মুহূর্তই আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2023, 12:38 PM
Updated : 13 Nov 2023, 12:38 PM

বাংলা হোক কিংবা হিন্দি, ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিংয়ের গান ছাড়া যেন জমে না আসর। বর্তমানে কনসার্টের জন্য ভারতে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া গায়কদেরও একজন অরিজিৎ। ছত্রিশ বছর বয়সে সংগীতে দারুণ খ্যাতি পাওয়া এই শিল্পী পরিচিত তার ‘সাদামাটা’ জীবন যাপনের জন্য।

সম্প্রতি সাদামাটা পোশাকে সাধারণ মানুষের ভিড়ে গায়কের কালীপূজা উদযাপনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আনন্দবাজার বলেছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে স্বপরিবারে এবারের কালীপূজা পালন করেছেন অরিজিৎ। সেখানকার মণ্ডপে পূজার দেয়ার কিছু মুহূর্তই আলোড়ন তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে পরনে সবুজ পাঞ্জাবি, হাতে মিষ্টির প্যাকেট নিয়ে খালি পায়ে মন্দিরে ঘুরে বেড়াতে দেখা গেছে অরিজিৎকে। পাড়ার আর পাঁচটা লোকের মতই সকলের সঙ্গে অংশ নিয়েছিলেন পূজায়। গায়ককে মন্দিরে দেখে রীতিমতো আপ্লুত হয়ে পড়েছিলেন অনুরাগীরা। একসময় মন্দিরের প্রতিমা ছেড়ে তাকে দেখতেই ব্যস্ত হয়ে পড়েন সকলে।

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অরিজিতের বাড়ি; স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সেখানেই থাকেন এই গায়ক। এলাকায় প্রায়ই তাকে মধ্যবিত্ত সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে দেখা যায়। থলে হাতে বাজারে যান; স্কুটিতে করে সন্তানদের আনতে যান স্কুল থেকে।

অরিজিৎ টালিগঞ্জ ও বলিউডে প্লেব্যাক সিঙ্গার হিসেবে দীর্ঘদিন ধরে রাজত্ব করছেন। চলতি বছরের মাঝামাঝি বিশ্বের সেরা তিন জনপ্রিয় সংগীতশিল্পীর তালিকায় জায়গা করে নিয়েছিলেন তিনি। তাতে করে জনপ্রিয়তায় ছাড়িয়ে যান মার্কিন পপ তারকা টেইলর সুইফটকেও।

গান শোনার জনপ্রিয় প্ল্যাটফর্ম স্পটিফাইয়ের ভক্তদের সংখ্যার নিরিখে টেইলর সুইফটসহ বিলি আইলিশ ও এমিনেমকে অরিজিৎ হারিয়ে দিয়েছিলেন বলে ইন্ডিয়া টুডে জানিয়েছে। 

Also Read: জনপ্রিয়তায় সুইফটকে পেছনে ফেললেন অরিজিৎ

Also Read: অরিজিতের রেস্তোরাঁয় খাবার মিলছে ৪০ রুপিতে

Also Read: আয়কর প্রদানে সৌরভ গাঙ্গুলিকে পিছনে ফেললেন অরিজিৎ

Also Read: ৯ বছরের দূরত্বে ইতি টানলেন সালমান-অরিজিৎ?