Published : 05 Oct 2023, 06:44 PM
দীর্ঘ মন কষাকষি পাশে সরিয়ে অবশেষে সালমান খানের বাড়ি গেলেন ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিং। তবে কি নয় বছরের বিবাদের ইতি ঘটতে চলেছে?
বুধবার রাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। সেই সময়ের একটি ভিডিও ভাইজানের একটি ফ্যানক্লাব এক্স হ্যান্ডেলে পোস্ট করে।
ক্যাপশনে লেখা হয়, “সালমানের গ্যালাক্সিতে অরিজিৎ, কী ঘটতে চলেছে কে জানে?”
ভিডিওটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মনে হয়েছে নিশ্চয়ই টাইগার থ্রি, বিষ্ণুবর্ধন বা করণ জোহরের নতুন যে সিনেমায় সালমান অভিনয় করবেন, তাতে গাইবেন অরিজিৎ।
২০১৬ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সেখানে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন সালমান। সেদিন সেরা গায়কের পুরস্কার ঘোষণার পরেও মঞ্চে আসতে কিছুটা দেরি করেন অরিজিৎ। কারণ, দর্শকাসনে বসে ঘুমিয়ে পড়েছিলেন তিনি।
ঘুম চোখে মঞ্চে উঠবার পর ভাইজান স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রশ্ন করেন, “ঘুমিয়ে গিয়েছিলে?”
পাল্টা জবাবে অরিজিৎ বলেন, “কী করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।”
সেই সময় সালমান বলেন, “এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে।”
গায়কের উত্তরকে সালমান স্বাভাবিকভাবে নিতে পারেননি সেদিন। তার মনে হয়েছিল সঞ্চালনা নিয়ে বাঁকা জবাব দিয়েছেন। এই ঘটনার পরই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। অরিজিৎ অবশ্য পরে ভাইজানের কাছে ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা মেলেনি।
এরপর থেকে অরিজিৎ আর ভাইজানের কোনো সিনেমাতে গাননি। এমনকি সালমানের বেশকিছু সিনেমায় অরিজিৎকে নেওয়ার কথা ভাবলেও অভিনেতা না করেছেন বলে শোনা গেছে।
সংবাদ সূত্র: হিন্দুস্তান টাইমস