"যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।"
Published : 05 Apr 2025, 12:49 PM
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বিরুদ্ধে তার গৃহকর্মীকে মারধরের যে অভিযোগ উঠেছে তা 'ষড়যন্ত্র' বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
হাতে ‘প্রমাণ থাকায়’ তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ আইনি প্রক্রিয়ায় মোকাবিলা করার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার রাত পৌনে দুইটার দিকে ফেইসবুক লাইভে এসে এসব কথা বলেছেন পরীমনি।
২১ মিনিট ৬ সেকেন্ডের দীর্ঘ ওই লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কথা বলার পাশাপাশি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হওয়ায় 'ক্ষুব্ধ প্রতিক্রিয়াও' জানিয়েছেন পরীমনি। সংবাদমাধ্যমকর্মীদের উদ্দেশে ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের তাগিদ দিয়েছেন এই নায়িকা।
বৃহস্পতিবার পিংকি আক্তার নামে এক তরুণী ভাটারা থানায় গিয়ে পরীমনির বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন।
থানার এসআই আরিফুর ইসলাম বলেন, “বাচ্চা পড়ে যাওয়ায় পরীমনি মারধর করেছে বলে অভিযোগ করেছেন পিংকি আক্তার।”
ভাটারা থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, “পরীমনির বাসায় নির্যাতনের অভিযোগ করেছেন তার এক গৃহকর্মী। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”
বিষয়টি নিয়ে জানতে পরীমনিকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি কল কেটে দেন।
পরে রাতে ফেইসবুকে লাইভে এসে বিষয়টি নিয়ে কথা বলেন পরীমনি।
শুরুতেই পরীমনি বলেন, "আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন, কোনো আত্মীয়স্বজন নিয়ে আমার জীবনযাপন না, আমার পুরো পরিবারটাই হল আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ভালোবাসা দিবস, যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। সেখানে একজন আমার গৃহকর্মী, যে এক মাসও হয়নি। সে দাবি করতেই পারে (গৃহকর্মী হিসেবে), তবে আমি বলব সে আমার গৃহকর্মী না।"
তিনি বলেন, "গৃহকর্মীকে মারধর, এটার মধ্যে ষড়যন্ত্র রয়েছে, আমি অনেক কিছু নিয়েই মুখ বুজে ছিলাম। কেচো খুঁজতে সাপ না বের হয়ে যায়। আমি আসলে আমার দুইটা বাচ্চা, এই পরিবার এই সুখ নিয়েই থাকতে চাই। এই ধরনের জীবনযাপন নিয়েই থাকতে চাই। আমার বাসায় নয় বছর ধরেও একজন কাজ করেন। আমার ড্রাইভার চার বছর যাবৎ কাজ করেন। এই রকম বহু মানুষ বছরের পর বছর কাজ করেন।"
পিংকিকে নিয়ে এই অভিনেত্রী বলেন, "একটা মেয়ে কেন এক মাসের মধ্যে এসে এত অভিযোগ করল, এক মাসও হয়নি। আমি আইনের উপর অনেক আস্থাশীল, আমি জানি না মেয়েটা কেন এমন করল। আমার কাছে সব প্রমাণ আছে। আমি লাইভে এসে তা দিতে চাইনি। আইনি প্রক্রিয়ায় তা মোকাবিলা করব।"
থানার সাধারণ ডায়েরির সূত্র ধরে তাকে নিয়ে সাংবাধমাধ্যমে খবর প্রকাশের ঘটনায় ‘মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন’ বলেও অভিযোগ করেন পরীমনি।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, "আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম। তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হল, যেভাবে তার ইন্টারভিউ করা হল, তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত।"
পরীমনি বলেন, "যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন? এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।"
নানা সময়ে নানা কর্মকাণ্ডে আলোচনায় থাকা পরীমনি চলতি বছরের ৩১ জানুয়ারি 'গোলাপ' নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সেখানে রূপা চরিত্রে দেখা যাবে তাকে।
এছাড়া শেষ করেছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং, যেটি মুক্তির অপেক্ষায় আছে। এর মধ্যে কিছুদিন আগে মুক্তি পেয়েছে পরীমনির ওয়েব সিরিজ 'রঙিলা কিতাব'।