বার্ন ইউনিটে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন।
Published : 07 Apr 2025, 11:04 AM
ঢাকার বংশালে আসবাবপত্রের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের নিহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
সোমবার সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেলে এক বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন সেখানকার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক।
তিনি বলেন, সাড়ে ৫টার পর আহতদের হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আমিন উদ্দিন (৬৫) নামের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
“ধোঁয়ার কারণে তার মৃত্যু হয়।”
পুলিশ কর্মকর্তা ফারুক জানান, প্রাথমিক চিকিৎসা নিয়ে কয়েকজন বাড়ি ফিরেছেন। এছাড়া হাসপাতালের বার্ন ইউনিটে পাঁচজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- সাকিব (২২), মুসফিকা (২৫), ইসরাত জাহান (২৬), তালহা (৪) ও ইসাহাত (৫)।
সোমবার ভোর সোয়া ৪টার দিকে বংশালের নাজিম উদ্দিন রোডের মাক্কুশাহ মাজার এলাকার একটি পাঁচতলা বাড়ির নিচতলায় একটি আসবাবপত্রের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাহান জানান, ওই আবাসিক ভবন থেকে তারা ১৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন। তাদের মধ্যে ১২ জন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।