মামলার রায়ের জন্য আগামী ৩ জুন দিন ঠিক করেছেন বিচারক।
Published : 06 Apr 2025, 12:25 PM
'যৌন নিপীড়নের' অভিযোগে জনপ্রিয় ‘স্কুইড গেইমের’ প্রবীণ অভিনেতা ও ইয়ং-সুয়ের বিরুদ্ধে এক বছরের কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।
দ্য কোরিও টাইমস জানিয়েছে, শন জেলা আদালতের ফৌজদারী আপিল বিভাগ ৬-এ আপিলের চূড়ান্ত শুনানি হয়েছে। সেখানে ইয়ং-সুয়ের সাজা চেয়ে যুক্তি তুলে ধরে রাষ্ট্রপক্ষ। আর অভিযুক্ত অভিনেতা নিজেকে নির্দোষ দাবি করে ‘স্বাভাবিক জীবনে’ ফেরার আর্জি রেখেছেন আদালতের কাছে।
উভয় পক্ষের শুনানি শেষে এই মামলার রায়ের জন্য আগামী ৩ জুন দিন ঠিক করেছেন বিচারক।
নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেইমের' প্রবীণ অভিনেতাকে গেল বছর আট মাসের কারাদণ্ড দিয়েছিল নিম্ন আদালত। যা দুই বছরের জন্য স্থগিত করা হয়। ওই রায়ে যৌন হয়রানির বিষয়ে ৪০ ঘণ্টার বিশেষ ক্লাসে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ৮০ বছর বয়সী এ অভিনেতাকে।
ইয়ং-সুর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আসে ২০১৭ সালে। দক্ষিণ কোরিয়ার এক অভিনেত্রীর অভিযোগ, তিনি ইয়ং-সুর সঙ্গে থিয়েটারের কাজে এক গ্রামে গিয়েছিলেন। সেখানে ইয়ং-সু তাকে জোর করে জড়িয়ে ধরেন, তার হাত ধরেন এবং গালে চুমু খান।
ওই ঘটনার পরপরই ইয়ং-সুর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন ওই অভিনেত্রী। এরপর মামলা হলে রায়ে ইয়ং-সুকে অভিযুক্ত করা হয়। ইয়ং-সু সে সময় উচ্চ আদালতে আপিলের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।
আপিলের চূড়ান্ত শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন ইয়ং-সু। প্রসিকিউটরদের যুক্তি ছিল যৌন নিপীড়নের ঘটনার পর ভুক্তভোগীকে তার কর্মক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে এক ধরনের ভীতির মধ্যে কাটাতে হয়েছে।
৫০ বছর ধরে থিয়েটারে কাজ করে চলা একজন অভিনেতা মহড়ার সময় তার চেয়ে বয়সে ছোট একজনকে ‘যৌন নির্যাতন করেছে’ বলে অভিযোগ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তিনি বলেন, “আসামিকে ভুক্তভোগী ক্ষমা করেননি। বরং আসামি বলেছেন, ভুক্তভোগী তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে।"
এছাড়া অপরাধী ভুক্তভোগীর কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজের পক্ষে যুক্তি তুলে ধরেছিলেন বলেও জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ইয়ং-সু বলেন, “যদি অভিযোগকারী আমার অসাবধানতাবশত আঘাত পেয়ে থাকের, তাহলে আমি গভীরভাবে অনুতপ্ত। আমি এখনও বিশ্বাস করি যা হয়েছে তা হয়রানি হিসেবে বিবেচিত হতে পারে না। এই পরিস্থিতি অসহনীয়। দয়া করে আমাকে আমার অবস্থানে ফিরে যেতে সাহায্য করুন।”
রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, “ওহ! তিনি এখনো আন্তরিকভাবে ক্ষমা চাননি। থিয়েটার শিল্পে এ ধরনের ঘটানার পুনরাবৃত্তি রোধে অভিযুক্তের এক বছরের সাজা দাবি করছি।”
মামলা হওয়ার পর থেকে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সিনেমা থেকে বাদ পড়তে হয় ইয়ং-সুকে। এছাড়া শুটিং শেষ করা কিছু সিনেমা থেকেও তার অংশটুকু বাদ দেন কিছু নির্মাতারা।
নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’ সিরিজে ইয়ং-সুর চরিত্রের নাম ‘ও ইল’। সিরিজে তিনি একজন প্রবীণ খোলোয়াড়, তার জার্সি নম্বর ১।
সবার কাছে তিনি পরিচিতি পান ‘ওল্ড ম্যান’ নামে। সিরিজে দেখানো হয় প্রথমে ওল্ড ম্যানকে কেউ দলে নিতে চাইতো না। পরে স্কুইড গেমের সব খেলাতেই তিনি অপরাজেয় থাকতেন। শেষ পর্যন্ত অবশ্য ইচ্ছা করেই তিনি প্রতিপক্ষকে জিতিয়ে দিয়েছিলেন বলে সিরিজে দেখানো হয়।
২০২২ সালে এই সিরিজে সেরা পার্শ্ব অভিনেতা হিসাবে গোল্ডেন গ্লোব পুরস্কার জিতে নেন ইয়ং-সু। পরের বছর এমিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি।