'বরবাদ' সিনেমার এই বিশেষ শো চলছে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে।
Published : 06 Apr 2025, 12:26 AM
দর্শকদের ‘চাপ সামলাতে’ মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে চিত্রনায়ক শাকিব খানের ঈদের সিনেমা 'বরবাদের'।
এই বিশেষ শো চলছে ঢাকার কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ও বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে।
লায়ন সিনেমা হলের কর্ণধার মির্জা আব্দুল খালেক গ্লিটজকে বলেন, "দর্শকের প্রচণ্ড চাপ, তাই ‘লেট নাইট শো’ চালানোর সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার রাত ১১টায় আমরা একটা স্পেশাল শো দিয়েছি, শুক্রবার আরও একটি বাড়িয়ে দুইটি স্পেশাল শো করেছি। একটি রাত ১০টা ৫০ মিনিটে, আরেকটি ১১টা ১০ মিনিটে।"
লায়ন সিনেমাসে ঈদের ছয়টি সিনেমাই মুক্তি পেয়েছিল, তবে প্রতিযোগিতা থেকে নেমে গিয়েছে দুইটি সিনেমা।
ঈদের সিনেমাগুলো কেমন চলছে প্রশ্নে খালেক বলেন, "'বরবাদ' সিনেমা নিয়ে দর্শকের বিপুল আগ্রহ রয়েছে, তাই শো বাড়ানো হয়েছে। তারপর ভালো চলছে 'দাগী' সিনেমা। যে কয়টা শো চলছে সব হাউসফুল। 'জংলি' সিনেমারও ভালো দর্শক আছে। আমার এখান থেকে ঈদের দ্বিতীয় দিন থেকে 'অন্তরাত্মা' নেমে গেছে। এরপর নেমেছে 'চক্কর'। আর 'জ্বীন ৩' সিনেমার একটা শো দেওয়া হয়েছে। মোটামুটি ৩০ শতাংশ দর্শক হচ্ছে।"
বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় আসা ‘বরবাদের’ ঢাকার প্রযোজক শাহরিন আক্তার সুমী। এই প্রযোজক আগেই বলেছিলেন, তার বিশ্বাস এই সিনেমা দিয়ে তারা নিজেরা যেমন ব্যবসা করতে পারবেন, তেমনি হল মালিকরাও লাভবান হবেন।
দর্শক আগ্রহের উপর ভিত্তি করে মধ্যরাতে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স। ঈদের দ্বিতীয় দিন রাত ১১টা ৪৫ মিনিট থেকে চলেছে তাদের এই বিশেষ শো।
মধুবনের ব্যবস্থাপনা পরিচালক রোকনুজ্জামান ইউনূস বলেন, গাইবান্ধা, সিরাজগঞ্জ থেকে কিছু দর্শক আসছে সিনেমা দেখতে। তারা অগ্রিম টিকেট কাটেনি, তাদের অনুরোধেই এই বিশেষ শো। এই পর্যন্ত দুইটি শো চলেছে। তাছাড়া আমাদের এখানে বেলা ১২টার আগে সিনেমা চলে না। কিন্তু দর্শকের অনুরোধে সকাল ১০টায় শো চালু করতে হয়েছে।
দর্শকের এই চাপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ইউনূস বলেন, "দীর্ঘদিন পর দর্শক লম্বা লাইন দিচ্ছে কাউন্টারে, এক শো শেষ না হতেই দর্শকের ভিড় বেড়ে যাচ্ছে। ব্যবসা ভালো হচ্ছে। আশা করছি বাংলা চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি হতে যাচ্ছে।"
এদিকে, 'বরবাদ' সিনেমার শো বেড়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টারে।
অ্যাকশন ধাঁচের সিনেমা ‘বরবাদ’। প্রেম আর প্রতিশোধের বার্তা দেওয়া এই সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।
সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন তার ‘প্রিয়তমা’ সিনেমার অভিনেত্রী কলকাতার ইধিকা পাল।
সিনেমায় আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যিশু সেনগুপ্ত, ঢাকার অভিনেতা মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার।
সিনেমার আইটেম গান ‘চাঁদ মামায়’ দেখা গেছে কলকাতার অভিনেত্রী নুসরাত জাহানকে।
'বরবাদ' ছাড়াও ঈদে মুক্তি পেয়েছে এম রহিমের 'জংলি', শিহাব শাহীনের পরিচালনায় 'দাগি', কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’, ওয়াজেদ আলী সুমনের 'অন্তরাত্মা' এবং শরাফ আহমেদ জীবনের 'চক্কর'।