“আইএমএফের গুরুত্বের জায়গাটা হল রেভিনিউ জেনারেশন।”
Published : 06 Apr 2025, 05:29 PM
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঢাকা সফররত প্রতিনিধিদলের সঙ্গে বাজেটের ঘাটতি ও আকার নিয়েও কথা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ।
রোববার সচিবালয়ে আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “তারা রিভিউ করে দুই কিস্তি একসঙ্গে দেবে। ট্যাক্স জিডিপি রেসিও কীভাবে বাড়াব, ট্যাক্স কালেকশান কীভাবে করব, এসব আমরা জানাব।
“আইএমএফের গুরুত্বের জায়গাটা হল রেভিনিউ জেনারেশন। এছাড়া বাজেটের আকার কেমন হবে, বাজেটে ঘাটতি কেমন হবে, এসব নিয়েও কথা হচ্ছে।”
সঙ্কটে পড়ে ২০২২ সালে আইএমএফের দ্বারস্ত হয় বাংলাদেশ। অনেক আলোচনা শেষে পরের বছরের শুরুতে বাংলাদেশের জন্য ৪ দশমিক ৭ বিলিয়ন বা ৪৭০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক সংস্থাটি।
ঋণের সঙ্গে আর্থিক খাতের সংস্কার ও অভ্যন্তরীণ আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালীকরণের জন্য বেশি কিছু পরামর্শ মানার শর্ত দিয়েছিল আইএমএফ।
ওই সব শর্ত প্রতিপালনের বিষয়টি পর্যালোচনা সাপেক্ষে ধাপে ধাপে আসছে ঋণের কিস্তিগুলো। ইতোমধ্যে ঋণের তিনটি কিস্তিতে প্রায় ২২১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।
তৃতীয় পর্যালোচনা শেষে গত ১০ ফেব্রুয়ারির মধ্যে চতুর্থ কিস্তির ৬৪ দশমিক ৫ কোটি ডলার ছাড় দেওয়ার কথা ছিল সংস্থাটির। তবে সেই সভা না হওয়ায় চতুর্থ কিস্তির ঋণ অনুমোদন বিলম্বিত হচ্ছে।
ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি ছাড়ের আগে দেওয়া শর্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় আবার ঢাকায় এসেছে আইএমএফের ১১ সদস্যের প্রতিনিধি দল। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত বিভিন্ন দপ্তর প্রধানদের সঙ্গে আইএমএফ দলের দফায় দফায় বৈঠক হবে।
আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি পাওয়ার বিষয়ে সরকার কতটা আশাবাদী? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, “আগামী মে-জুনের দিকে ওদের মিটিং হবে। এবারের রিভিউয়ের ওপরেই তাদের সুপারিশ থাকবে।
“খেলাপি ঋণ উদ্ধারে বাংলাদেশ ব্যাংকের লোন রেজুলেশন বা একটি আইন হচ্ছে, সেটা নিয়ে আলাপ হবে। এক্সচেঞ্জ রেট, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আলাপ হবে। এনবিআর ট্যাক্স জিডিপি রেসিও কীভাবে বাড়াবে, সেটা নিয়ে আলাপ হবে।”
ভ্যাট ‘সিঙ্গেল’ রেটে নামিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে উপদেষ্টা বলেন, “আমরা চেষ্টা করব, তবে আমরা একবারে সিঙ্গেল রেটে পৌঁছাতে পারব না।”