সিঙ্গাপুরে অস্ত্রোপচার হবে সোহেল রানার চোখে

দেশে সোহেল রানার চোখের ছানি অপসারণ করার পর জটিলতা তৈরি হয়।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2022, 05:44 AM
Updated : 1 Nov 2022, 05:44 AM

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ও প্রযোজক সোহেল রানার চোখে ফের অস্ত্রোপচার করা হবে সিঙ্গাপুরের একটি হাসপাতালে। 

তার পরিবার জানিয়েছে, মঙ্গলবার সিঙ্গাপুর সময় বিকাল ৩টায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে এই অস্ত্রোপচার হবে। 

এর আগে দেশে সোহেল রানার চোখের ছানি অপসারণ করা হয়েছিল। তারপর জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়। 

সোহেল রানার ছেলে চলচ্চিত্র নির্মাতা মাশরুর পারভেজ বলেন, “দেশের একটি বেসরকারি হাসাতপালে বাবার চোখের ছানি অপারেশন করার পর অবস্থার অবনতি হতে থাকে। রোববার রাতে উনকে সিঙ্গাপুর নেওয়া হয়।” 

মাশরুর তার বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

সোহেল রানার পারিবারিক নাম মাসুদ পারভেজ। ১৯৭৩ সালে ‘সোহেল রানা’ নামে কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানার গল্প অবলম্বনে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ। এরপর বহু সিনেমা তিনি উপহার দিয়েছেন।

মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’ এর প্রযোজক ছিলেন সোহেল রানা। সিনেমাটি পরিচালনা করেন চাষী নজরুল ইসলাম। 

দীর্ঘ চলচ্চিত্র জীবনে সোহেল রানা তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ২০১৯ সালে তাকে আজীবন সম্মাননা দেয় সরকার। অভিনয় ও প্রযোজনার বাইরে তিনি একজন পরিচালকও।