ছেলেরা সিনেমা না দেখলেও এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে।
Published : 25 Nov 2024, 09:42 AM
যার অভিনয় ও নাচে এক সময়ে বুঁদ থেকেছে হিন্দি সিনেমার দর্শকরা, সেই মাধুরী দীক্ষিতের কাজের সঙ্গে তার দুই ছেলে তেমন একটা পরিচিত নন।
ইউটিউবে কখনো কখনো মায়ের নাচের বা সিনেমার টুকরো টুকরো ভিডিও তাদেরকে ‘বিস্মিত’ করে তোলে বলে মাধুরীর ভাষ্য।
বলিউডশাদিস ডটকম লিখেছে, এই তথ্য জানিয়েছেন মাধুরী নিজেই।
গত শতকের ৮০ এর দশকে বলিউডে এসেই নাচে ঝড় তোলেন মাধুরী। ‘তেজাব’ তারকার নাচের মুদ্রায় ‘ফিদা হয়েছিলেন’ চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেইনও।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসক শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী। এরপর ২০০৩ ও ২০০৫ সালে দুই ছেলে অরিন ও রিয়ান জন্মানোর পর বলিউড থেকে বিরতি দেন তিনি। মুম্বাই ছেড়ে স্বামী-সন্তানকে নিয়ে বসবাস শুরু করেন যুক্তরাষ্ট্রে।
এরপর ২০০৭ সালে ‘আজা নাচলে’ ছবি দিয়ে মাধুরী ফেরেন বড় পর্দায়। তবে সেই ফেরাও যুৎসই হয়নি, প্রায় অনিয়মিতই হয়েছেন মাধুরী।
এর মধ্যে ওটিটিতে একটি কাজ করলেও সম্প্রতি বড় পর্দায় এসেছেন ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমায় ভূতের চরিত্র নিয়ে। তবে নাচের বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে মাধুরীকে প্রায়ই দেখা যায়।
এক সাক্ষাৎকারে মাধুরী বলেছেন, দুই ছেলে তার কোনো সিনেমা সিকিভাগও না দেখলেও এবার একটি ব্যতিক্রমী ঘটনা ঘটে গেছে।
মাধুরী বলেন, “ওরা আমেরিকার প্রেক্ষাগৃহে নিজেদের বন্ধুদের নিয়ে গিয়েছিল ‘ভুলভুলাইয়া ৩’ দেখতে। ওদের মনে হয়েছে সিনেমাটি খুবই মজার এবং মাকে ভূতের চরিত্রে দেখে ওদের মজা লেগেছে। বলাই যায়, এই প্রথম ওদের কাছ থেকে স্বীকৃতি পেলাম আমি।”
পুরনো একটি সিনেমাও কি ওরা দেখেনি?
এই প্রশ্নের উত্তরে মাধুরী বলেন, “ইউটিউবে কখনও কোনো সিনেমা দৃশ্য দেখতে পেলে আমাকে জিজ্ঞেস করে ‘কবে করলে এই সিনেমাটা তুমি? ‘কে জারা জারা’ গানের ভিডিও দেখে ওরা আমাকে বলছিল, আমি নাকি ‘কুল’, ওরা এতটুকুই দেখেছে।
মাধুরীর ভাষ্য, তিনি ছেলেদেরকে তার কোনো সিনেমা দেখার কথা নিজের মুখে বলতে চান না।
এতে তার ‘অস্বস্তি হয়’ বলেও মন্তব্য করেছেন মাধুরী।