‘রেইড ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মে মাসের এক তারিখে।
Published : 13 Apr 2025, 09:03 PM
রাজকুমার গুপ্তার পরিচালনায় ‘রেইড’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। সাত বছর পর সিনেমার দ্বিতীয় কিস্তি আসছে। প্রকাশ হয়েছে ‘রেইড ২’ সিনেমার ট্রেইলার।
বলিউডি অভিনেতা অজয় দেবগন ‘অময় পটনায়ক’ নামের এক সৎ আয়কর অফিসারের চরিত্র করে পেয়েছিলেন দর্শকপ্রিয়তা। সিনেমার দ্বিতীয় পর্বেও আছেন তিনি। কিন্তু এবার বদলে গেছে তার স্ত্রী চরিত্রের অভিনেত্রী।
আগের বার অজয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডি’ক্রুজকে। এবার ইলিয়ানার বদলে কাজ করেছেন বাণী কাপুর। খলনায়কের ভূমিকায় আছেন অভিনেতা রীতেশ দেশমুখকে। আর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অভিনেতা সৌরভ শুক্লা।
সিনেমায় ইলিয়ানার পরিবর্তে বাণীর অভিনয় করার বিষয়ে অজয় বলেছেন, এ ধরনের ঘটনা হলিউডে অনেক ঘটে।
জেমন বন্ড চরিত্রে কিংবদন্তী অভিনেতা শন কনারির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কনারির পর আরো কয়েকজন বন্ড হয়েছেন।
অজয় বলেন, “চরিত্রকে অনুসরণ করে চলতে হয়, তাই নতুন অভিনেতা আসতে–যেতে থাকে।”
‘রেইড ২’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মে মাসের এক তারিখে।