সিরিজ বানানোর পরিকল্পনা নিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসকে।
Published : 11 Jul 2024, 11:56 PM
প্রখ্যাত কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর সাড়া ফেলা উপন্যাস ‘হাজার চুরাশির মা’ নিয়ে সিরিজ তৈরি হচ্ছে কলকাতায়।
সিরিজ বানানোর পরিকল্পনা নিয়েছেন পরিচালক দেবালয় ভট্টাচার্য। তাতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অনন্যা চট্টোপাধ্যায় এবং সৌরভ দাসকে।
হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, সিরিজের নাম উপন্যাসের নামে হচ্ছে না। এছাড়া উপন্যাসের মূল নির্যাস নকশাল আন্দোলনের কোনো ছাপও সিরিজে রাখতে চাইছেন না দেবালয়।
বরং মা-ছেলের সম্পর্ক, তাদের জীবনের নানা ঘটনার গল্প বলা হবে সিরিজে।
‘হাজার চুরাশির মা’ সমাজ পরিবর্তনের স্বপ্নে বিভোর এক তরুণ ব্রতী এবং তার বন্ধুদের আত্মোৎসর্গের এক মর্মস্পর্শী কাহিনী। সত্তরের দশকে পশ্চিমবঙ্গের নকশাল আন্দোলনের প্রেক্ষাপট এবং সন্তানহারা মায়ের গল্প নিয়ে এ উপন্যাস রচনা করেছিলেন মহাশ্বেতা দেবী।
লাশকাটা ঘরে ব্রতীর লাশের নম্বর ছিল ১০৮৪। আর মা হলেন সুজাতা। তা থেকেই উপন্যাসের নামকরণ করা হয়েছে।
ব্রতী ও তার বন্ধুরা শ্রেণিশত্রু, রাষ্ট্রের সহযোগী ও দলের অভ্যন্তরে প্রতিবিপ্লবীদের ক্রমাগত শেষ করার পক্ষপাতী ছিল। গল্পটি শুরু হয়েছে ব্রতীর জন্মবার্ষিকীর দিনের ঘটনা নিয়ে।
এ উপন্যাসে মহাশ্বেতা দেবী সুজাতার বয়ানে এক অস্থির রাজনৈতিক, সামাজিক পরিস্থিতি ও ভয়াবহ মানবিক বিপর্যয়কে তুলে ধরেছেন।