দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও আলোকচিত্রীরা তার ছবি তুলতে পারেননি।
Published : 24 Dec 2024, 12:08 PM
জন্মের সাড়ে তিন মাস পর মেয়ে দুয়া পাড়ুকোন সিংকে প্রকাশ্যে আনলেন দীপিকা পাড়ুকোন এবং রাণবীর সিং।
ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, মুম্বাইয়ে সোমবার এক অনুষ্ঠানে দুয়ার সঙ্গে আলোকচিত্রীদের পরিচয় করিয়ে দেন এই তারকা দম্পতি।
নিজেদের আবাসনের ক্লাবহাউসে একটি ছোট উদযাপনের আয়োজন করেছিলেন দীপিকা-রাণবীর। সেখানেই কয়েকজন আলোকচিত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন তারা। কিন্তু ছিল একটি শর্ত।
সেটি হল দুয়ার সঙ্গে সাক্ষাৎ হলেও, কোনোভাবেই তার ছবি তোলা যাবে না। আলোকচিত্রীরাও সেই শর্ত মেনে নেন।
সেখানে রাণবীর কথায় কথায় জানিয়েছেন, সংসারে মেয়ে আসার পর তিনি কতটা আনন্দে আছেন।
কিছুদিন আগে মেয়েকে কোলে নিয়ে দীপিকাকে দেখা যায় মুম্বাই বিমানবন্দরে।
বিমানবন্দর থেকে বের হয়ে দীপিকা যখন গাড়িতে উঠছিলেন, তখন আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হন মা-মেয়ে। তবে তখনও মেয়ের মুখ দেখাননি নায়িকা।
চলতি বছরে ফেব্রুয়ারিতে দীপিকা ও রাণবীর ঘোষণা করেছিলেন, তাদের সংসারে নতুন সদস্য আসছে।
এরপর ৮ সেপ্টেম্বর কন্যা সন্তানের মা-বাবা হন তারা।
মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে আগামী বছরের শুরুতে কাজে ফেরার পরিকল্পনা রেখেছেন দীপিকা। সেই ছুটি নতুন বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।
সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিনেমা ‘সিংহম এগেইন’। এই সিনেমার শুটিংয়ের সময়ে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন।
আরও পড়ুন...
মেয়েকে নিয়ে প্রথমবার প্রকাশ্যে দীপিকা
সন্তান বড় করতে কারিনা নয়, ঐশ্বরিয়াকে অনুসরণ করবেন দীপিকা
দীপিকা-রাণবীরের কোলজুড়ে এল কন্যা সন্তান