শাবনূরের বিরতি ভাঙছে আরাফাত হোসাইনের 'রঙ্গনা' দিয়ে।
Published : 17 Dec 2024, 02:55 PM
ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে নায়িকা শাবনূরের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে সিনেমা ‘চাওয়া থেকে পাওয়া’।
বিজ্ঞপ্তিতে চ্যানেল আই জানিয়েছে, মঙ্গলবার বিকাল তিনটা ৫ মিনিটে প্রচার হবে এম এম সরকার পরিচালিত সালমান শাহ ও শাবনূরের এই সিনেমাটি।
সিনেমার কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন-ডলি জহুর, প্রবীর মিত্র, আহমেদ শরীফ, আনোয়ার হোসেন, দিলদার, ব্ল্যাক আনোয়ার, কাবিলা, ডনসহ অনেকে।
চাওয়া থেকে পাওয়া চলচ্চিত্রের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানের কথা লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল ও আহমদ জামান চৌধুরী।
সিনেমার আটটি গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, খালিদ হাসান মিলু, শাকিলা জাফর, ও আগুন।
যশোরের শার্শার নাভারণে ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর শাবনূরের জন্ম। তার আসল নাম কাজী শারমিন নাহিদ নূপুর। নির্মাতা এহতেশাম চলচ্চিত্রের জন্য তাকে শাবনূর নামটি দিয়েছিলেন।
১৯৯৩ সালে ‘চাঁদনি রাতে’ সিনেমা দিয়ে ঢালিউডে আত্মপ্রকাশ হয় শাবনূরের। চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা হয়ে যান বিখ্যাত।
সালমান শাহ ছাড়াও নায়ক মান্না, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খানসহ ওই সময়ের জনপ্রিয় সব নায়কের সঙ্গেও সিনেমায় দেখা গেছে শাবনূরকে।
‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘বিয়ের ফুল’, ‘ভালোবাসি তোমাকে’, ‘নারীর মন’, ‘ফুল নেবে না অশ্রু নেবে’, ‘প্রেমের তাজমহল’, ‘হৃদয়ের বন্ধন’, ‘মাটির ফুল’, ‘ব্যাচেলর’সহ প্রায় দুইশ সিনেমায় শাবনূর অভিনয় করেছেন।
২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান শাবনূর।
সিনেমা থেকে অনেক বছর দূরে সরে থাকা শাবনূর ছেলেকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন অস্ট্রেলিয়ায় সিডনিতে।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘পাগল মানুষ’ সিনেমার পর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। তবে মাঝে-মধ্যে দেশে ফিরেছেন, দুয়েকটি বিজ্ঞাপনচিত্রেও তাকে দেখা গেছে। কিন্তু বড় পর্দায় শাবনূরকে এতদিন পায়নি দর্শক।
নয় বছর পর শাবনূরের বিরতি ভাঙছে আরাফাত হোসাইনের 'রঙ্গনা' দিয়ে। বিরতি দিয়ে দিয়ে ‘রঙ্গনা’ সিনেমার শুটিংও করেছেন শাবনূর। এই সিনেমার প্রথম পর্বের শুটিং শেষ, দ্বিতীয় পর্বের শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা রয়েছে।