ওটিটি প্ল্যাটফর্ম 'বিঞ্জ' এ মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘মায়া‘।
Published : 01 Oct 2024, 09:55 PM
হাসিখুশি একটি পরিবারকে মাদক কীভাবে গ্রাস করে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে, সেটি নির্মাতা রায়হান রাফী তুলে ধরেছেন তার সিনেমা ‘মায়া’য়।
সিনেমাটি মুক্তি পেয়েছে সোমবার ওটিটি প্ল্যাটফর্ম 'বিঞ্জ' এ। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সারিকা সাবরিন ও মামনুন ইমন।
'মায়া'তে অভিনয়ের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে সারিকা গ্লিটজকে বলেন, "গল্পের চরিত্রের সঙ্গে একদম মিশে গিয়েছিলাম। এমন হয়েছে আমি এবং ইমন দুজন চরিত্রের ভিতরে এতটাই ঢুকে ছিলাম যে কাট বলার পরও আমরা চরিত্রের ভিতরেই ছিলাম, কিছুতেই চোখের পানি থামাতে পারছি না। চরিত্রটা আমার অনেক স্পেশাল হয়ে থাকবে। 'মায়া' গল্পটা দর্শকদের মধ্যেও মায়া ছড়াবে।"
গল্পটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও ইমনের চরিত্রটা ভিন্নভাবে দর্শকরা আবিষ্কার করবেন বলে এই অভিনেতার আশা।
ইমন বলেন, “অভিনয়কেন্দ্রিক সিনেমা যারা পছন্দ করেন তাদের এই গল্প ভালো লাগবে।
'মায়'র গল্প একটি পরিবারকে কেন্দ্র করে লেখা হয়েছে বলে গ্লিটজকে জানিয়েছেন রাফী।
তিনি বলেন, "গল্পে পরিবারের মূলকর্তা মাদকে আসক্ত হয়ে পড়েন, তারপর থেকেই শুরু হয় পারিবারিক নানা টানাপড়েন। এখানে সমাজের একেবারেই রূঢ় বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। ফলে দর্শকরা সহজেই এর কাহিনীর সঙ্গে নিজেদের জীবনের মিল খুঁজে পাবেন।“
রাফীর ভাষ্য, এর আগে টিজার দেখেই দর্শকদের মধ্যে এক ধরনের কৌতুহল তৈরি হয়েছিল। সিনেমাটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছেন তিনি।
“আমার কাজে সবসময় যেমন একটা বিশেষ বার্তা থাকে, এই ফিল্মটিতেও দর্শক তা দেখতে পাবে।"
এ সিনেমার শুটিংয়ের কাজ রাফী সেরেছেন গত বছর।
ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডাসহ বিভিন্ন লোকেশনে শুটিং করা হয়েছে।