“সংবাদমাধ্যম কর্মীদের মধ্যে কেউ কেউ বাড়ির পাঁচিল টপকাতেও চেষ্টা করেন।“
Published : 14 Jan 2025, 12:51 PM
তারকাদের বিয়ে মানেই আলোর রোশনাই, বাজনা-বাদ্য এবং অতিথি সমাগমে এক হুলস্থুল ব্যাপার। আর পাত্র-পাত্রী দুজনেই যদি হন সিনেমার নায়ক নায়িকা, তাহলে সেই সমারোহ সীমা ছাড়িয়ে যায়। তবে এ ধরনের বিয়েতে অনুষ্ঠানস্থলের আশপাশে থাকা মানুষদের দারুণ ঝক্কি পোহাতে হয়। যেমন হয়েছিল বলিউডি নায়ক-নায়িকা রাণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের অনুষ্ঠান ঘিরে।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ২০২২ সালের এপ্রিল মাসে একে অপরের সঙ্গে সাত পাক ঘুরেছেন ভারতের হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির প্রভাবশালী দুই পরিবারের দুই ছেলেমেয়ে।
আলিয়া ও রাণবীরের ইচ্ছা ছিল তাদের বিয়েটা হোক মুম্বাইয়ের বান্দ্রায় তাদের নিজেদের ফ্ল্যাট ‘বাস্তু’তে। তাই আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়াভাবেই বিয়ে সারেন যুগল।
বিয়ের দিন বিকাল সাড়ে ৩টায় ‘বাস্তু’তে শুরু হয় আনুষ্ঠানিকতা, শেষ হয় ৬টার দিকে।
তবে ঘরোয়া রাখতে চাইলেও সেই আয়োজন শেষ পর্যন্ত পুরোপুরি ঘরোয়া থাকেনি, অনুষ্ঠানস্থলের পরিবেশ সামাল দিতে নাভিশ্বাস ওঠে নিরাপত্তাকর্মীদের। এতে অতিষ্ঠ হয়ে যান প্রতিবেশীরাও।
ওইদিন ‘বাস্তু’ ঘিরে কেমন পরিবেশ দাঁড়িয়েছিল তা এতদিন পর তা জানা গেছে নিরাপত্তা কর্মী ইউসুফ ইব্রাহিমের কথায়। বলিউডের বহু তারকাদের বিয়েতে নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন ইব্রাহিম।
এক সাক্ষাৎকারে ইব্রাহিম বলেছেন, বিয়ের দিন বেলা যত বাড়তে থাকে ভিড়ও বাড়তে থাকে। এক সময়ে সংবাদমাধ্যম কর্মীদের ভিড়ে থিকথিকে হয়ে যায় বাড়ির সামনের জায়গাটি।
“সাংবাদিক-আলোকচিত্রী মিলিয়ে কম হলেও সাড়ে তিনশ মানুষ সেদিন সেখানে ছিল। ওই ভিড়ের মধ্যে অতিথিদের গাড়ি যাওয়া আসা করছিল। বিয়েবাড়িতে প্রবেশ ও বের হওয়ার জন্য রাস্তা একটাই ছিল, যার ফলে বাড়তি চাপ হয়ে যায়।
“কেবল সংবাদমাধ্যমের লোকজনই নয়, তাদের অনুরাগীরাও সন্ধ্যা থেকে জড়ো হতে থাকেন বাড়ির সামনে।“
ইব্রাহিম সেদিন ৬০ জনের টিম নিয়ে কাজ করছিলেন বলেও জানিয়েছেন।
নিরাপত্তা এবং জনসমাগম মিলিয়ে এলাকার মানুষদেরও ‘বিপাকে পড়তে’ হয়েছির বলেও ভাষ্য এই নিরাপত্তাকর্মীর।
ইব্রাহিমের কথায়, “এত লোকের ভিড় জমে যায়। একটা সময় সংবাদমাধ্যম কর্মীদের মধ্যে কেউ কেউ বাড়ির পাঁচিল টপকাতেও চেষ্টা করেন। আমরা রীতিমত হিমশিম খেয়ে যাই। পাড়া-প্রতিবেশীরাও বেশ বিরক্ত হয়েছিলেন।“
রাণবীর বলিউডের কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজকাপুরের নাতি। তার বাবা ঋষি কাপুর ও মা নীতু সিংও ছিলেন বলিউড তারকা। তার চাচাত বোনদের মধ্যে রয়েছেন কারিশমা কাপুর ও কারিনা কাপুর।
অন্যদিকে আলিয়া বলিউডের খ্যাতনামা নির্মাতা মহেশ ভাটের মেয়ে। আলিয়ার বোন পূজা ভাটও এক সময় তারকা অভিনেত্রী ছিলেন।
২০০৭ সালে বলিউডে অভিষিক্ত হওয়া রাণবীরের সঙ্গে এর আগে দীপিকা পাড়ুকোন এবং তারপরে ক্যাটরিনা কাইফের সম্পর্ক ছিল আলোচনায়। রাণবীরের সঙ্গে বিচ্ছেদের পর ওই দুই অভিনেত্রীই বিয়ের পিঁড়িতে বসেন।
এর মধ্যেই ২০১৩ সালে অভিনয়ে আসা আলিয়ার সঙ্গে নতুন সম্পর্কে জড়ান রাণবীর। ২০১৮ সালে সেই সম্পর্ক প্রকাশ্যে আনার পাঁচ বছর পর আলিয়াতেই তরী ভেড়ান রণবীর। বিয়ের পর রাণবীর ও আলিয়ার সংসারে আসে এক কন্যা সন্তান।