ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে এই অ্যাকশন থ্রিলার।
Published : 23 Nov 2023, 02:00 PM
সেন্সর ছাড়পত্র পেয়েছে রাণবীর কাপুর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এ সিনেমায় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মানদানার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা।
বুধবার মুক্তির দিনক্ষণ জানিয়ে ভারতীয় সেন্সর বোর্ডের পক্ষ থেকে সিনেমার ‘এ’ সার্টিফিকেট পাওয়া বিষয়টি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছেন নির্মাতা। সেখানেই জানা গেছে, সিনেমার ব্যাপ্তি ৩ ঘণ্টা ২১ মিনিট।
Censor rating for ANIMAL is A :-)
3 hour 21 minutes 23 seconds & 16 frames is the Runtime :-)#AnimalTheFilm
Releasing on Dec 1st@VangaPictures@TSeries
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) November 22, 2023
বিশ্লেষক হিমেশ মানকদ সোশাল মিডিয়ায় লিখেছেন, “এ সার্টিফিকেট দেওয়া হয়েছে ‘অ্যানিমাল’কে। ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। সন্দীপ রেড্ডি ভাঙ্গার সঙ্গে রাণবীর কাপুরের প্রথম কাজ ‘অ্যানিমাল’। বৃহস্পতিবার মুক্তি পাবে ট্রেইলার।”
ANIMAL CERTIFIED A - ADULTS ONLY - BY CBFC - 3 HOURS 21 MINUTES!#RanbirKapoor is back as his first collaboration with #SandeepReddyVanga, #Animal, has been certified A by the censor board with an approved run time of 3 hours and 21 minutes. The trailer drops tomorrow!
— Himesh (@HimeshMankad) November 22, 2023
সম্প্রতি দুবাইয়ের বুর্জ খলিফা আলোকিত করেছে ‘অ্যানিমাল’। গত সপ্তাহে সিনেমার ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ এই আইকনিক স্ক্রিনের বিরাট ক্যানভাসে দেখানো হয়; যা দেখে অভিভুত হয়ে পড়েন ভক্তরা।
#AnimalTheFilm takes over Burj Khalifa ???? #RanbirKapoor #Animal pic.twitter.com/2dbZp2idFF
— RKᴬ (@seeuatthemovie) November 17, 2023
ইতোমধ্যে ‘অ্যানিমাল’-এর টিজার শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়।
সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতের পাশাপাশি ‘অ্যানিমাল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও। প্রথম হিন্দি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের মোট ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।
এর আগে যুক্তরাষ্ট্রের ৮৫০টি হলে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জওয়ান’। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমাল’।
এ সিনেমায় রাণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। খল চরিত্রে রয়েছেন ববি দেওল।
১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাণবীর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’।
শাহরুখ নন, বুর্জ খলিফা আলোকিত করলেন রাণবীর