শাহরুখ নন, বুর্জ খলিফা আলোকিত করলেন রাণবীর

বুর্জ খলিফায় ‘অ্যানিমাল’-এর ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখানো হলে অভিভূত হোন ভক্তরা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 03:51 AM
Updated : 19 Nov 2023, 03:51 AM

দুবাইয়ের বুর্জ খলিফার সঙ্গে অনেকখানি জড়িয়ে গেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের নাম। বাদশার জন্মদিন হোক কিংবা সিনেমার মুক্তি, ওই আইকনিক স্ক্রিনের বিরাট ক্যানভাসে ভেসে ওঠেন তিনি। তবে এবার বাদশার বদলে বুর্জ খলিফার স্ক্রিন আলোকিত করলেন রাণবীর কাপুর। 

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাণবীর অভিনীত অ্যাকশন থ্রিলার ‘অ্যানিমাল’। সে কারণেই সম্প্রতি ববি দেওল ও প্রযোজক ভূষণ কুমারের সঙ্গে ট্রেইলার দেখাতে দুবাইয়ের বুর্জ খলিফায় পৌঁছান রাণবীর। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার বুর্জ খলিফায় ‘অ্যানিমাল’-এর ৬০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ দেখানো হলে ভক্তরা অভিভূত হন।

ইতোমধ্যে ‘অ্যানিমাল’-এর টিজার শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়।

সংবাদ প্রতিদিন জানিয়েছে, ভারতের পাশাপাশি ‘অ্যানিমাল’ মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রেও। প্রথম হিন্দি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের মোট ৮৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। 

এর আগে যুক্তরাষ্ট্রের ৮৫০টি হলে মুক্তি পেয়েছিল শাহরুখের ‘জওয়ান’। আর সেখানেই ‘জওয়ান’-এর রেকর্ড ভেঙে দিয়েছে ‘অ্যানিমাল’। 

এ সিনেমায় রাণবীরের সঙ্গে আরেক প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। রণবীরের স্ত্রীর ভূমিকায় আছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মানদানা; খল চরিত্রে রয়েছেন ববি দেওল।

Also Read: কেন মেজাজ হারালেন রাণবীর?

Also Read: ‘অ্যানিমেল’ অগাস্টে নয়, আসছে ডিসেম্বরে

Also Read: খুনে রণবীর, ভয়ঙ্কর রণবীর